প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দের (Sardool Sikander)। কিডনির সমস্যা নিয়ে মোহালির এক হাসপাতালে ভর্তি ছ𒉰িলেন এই সংগীত শিল্পী। বুধবার ✱মৃত্যু হল ৬০ বছর বয়সী এই গায়কের।
কয়েক বছর আগেই কিডনি প্রতিস্থাপন হয়েছিল সরদুল সিকান্দেরর। সম্প্রতি একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শার্দুল। গত ১৫ দিন ধরে মোহালির ফর্টিস হাসপতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। কিডনি সঠিকভাবে কাজ করছিল না, তাঁর রক্তে সুপারের মাত্রাও মারাত্মক বেড়ি গিয়েছিল। এদিন মাল্টি অর্গ্যান ফেলিউরের কারণে মৃত্যু হয়েছে শার্দুল শিকান্দারের। কিডনির সমস্যার পর তাঁর শরীরে করোনা সংক্রমণও ছড়িয়ে পড়েছিল এমন দাবি করা হয়েছে পাঞ্জাব কেশরি সহ একাধিক মিডিয়া রিপোর্টে, যদিও পিটিসি পাঞ্জাব জানিয়েছে তিনি করোনা সংক্রমিত ছিলেন না। পারিবারিক সূত্র এই খবর নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাব꧒ে এই নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেনি পরিবার।
আকালি শিরোমনি দলের প্রধান সুখবিন্দর সিং বাদলও টুইট বার্তায় এই প্রবাদপ্রতিম পঞ্জাবি গায়কে𝓡র শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘খুব দুঃখিত কিংবদন্তি পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দের-এর মৃত্যুর খবরে। পঞ্জাবি ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হয়ে গেল। ওঁনার পরিবার, বন্ধু ও অনুরাগীদের জন্য জানাই সমবেদনা। ওঁনার আত্মার শান্তি কামনা করছি’।