কোরিওগ্রাফার-চলচ্চিত্র নির্মাতা ফারহা খান বর্তমানে নতুন করে নিজের জায়গা করে নিয়েছেন ইউটিউবের দুনিয়াতেও। বিশেষ করে তাঁর কুকিং💮 শো, তাও আবার বাড়ির রাঁধুনি দিলীপকে নিয়ে। প্রায় ১ বছর আগে নিজের ভ্লগিং শুরু করেন ফারহা। এবং তখন থেকে এখন পর্যন্ত এই দুজ🐲ন অনেক সেলেব্রিটির বাড়িতে গিয়েই ভিডিয়ো বানিয়েছেন। আর সবক্ষেত্রেই সঙ্গে থেকেছেন দিলীপ। এমনকী, তাঁকে দেখা গিয়েছে লাফটার শেফ শো-তেও।
ফারহা ও দিলীপের কেমিস্ট্রি এখন🐎 🍷টক অফ দ্য টাউন! তবে এবার ফারহার রাঁধুনীর সম্পত্তির পরিমাণ শুনে পড়তে পারে আপনার মাথায় হাত! সাম্প্রতিক ভ্লগে ফারাহকে দেখা যায়, করণ ওয়াহির বাড়িতে। সেখানেই সামনে আসে দিলীপের সম্পত্তির খতিয়ান।
BMW চালান ফারাহ খানের রাঁধুনি দিলীপ
ফারহা খান জানান, তাঁর রাঁধুনি শাহরুখ খান-এর সঙ্গে শুটিং করতে মুখিয়ে আছেন। করণের বাড়꧑িতে গিয়ে আটা-হালুয়া তৈরির সময় ফারাহ খান দিলীপকে জিজ্ঞাসা করেন, ‘পরশু কার সঙ্গে শুটিং?’ জবাবে দিল𝔍ীপ দ্রুত বলেন, ‘শাহরুখ খান স্যার’।
করণ এরপর জানতে চান, শ্যুটের সময় তাঁকে ড্রাইভার নিয়ে যান কি না? জবাবে দিলীপ বলেন, ‘যদি ফারহা ম্যাম আমার জন্য একটা গাড়ি কিনে দেন, তাহলে আমিই তাঁকে নিয়ে যাব।’ কোন গাড়ি পছন্দ করলে ♏দিলীপ উত্♚তর দেন, ‘এখন আমি বিএমডব্লিউ চালাই।’
‘আরও একটু দামি গাড়ি কিনতে চাই’
ফারহা খানের রাঁধুনি বলেন, ‘আমি এর চেয়ে একটু দামি গাড়ি কিনꦍতে চাই।’ এতে ফারহা রীতিমতো হতবাক হয়ে বলে ওঠেন, ‘জাহির আমি একটা মনস্টার তৈরি করে ফেলেছি’।
এমনকী ফারহা বর্তমানে নিজে যে গাড়িটি ব্যবহার করেন, সেটা দিলীপকে দেওয়ার প্রস্তাব দিলে, তা প্রত্যাখ্যান করেন তিনি। যাতে ফারহা দিলীপক নিয়ে মজার ছলে বলেন, ও সেকেন্ডহ্যা▨ন্ড গাড়ি চালায় না! সঙ্গে আরও জুড়ে দেন নিজের বক্তব্যে, ‘আমি তোমার জন্য একটা বাস অথবা ট্রেনও কিনে দিতে পারি। কেমন হবে তাহলে?’
ফারহার বাড়িতেই থাকেন দিলীপ
ফারাহ খান 🀅কথার মাঝে বলেন- ‘মনে ✱হচ্ছে আমি ওকে এবার আমার পরের ছবিতে কাস্ট করে নেব।’ এরপর ফারহাকে আরও বলতে শোনা যায়, দিলীপেরও বিহারে একটি তিনতলা বাড়ি আছে। তাতে ৬টি বেডরুম আছে।
দিলীপ জানান, বিহারে তাঁর গ্রামের বাড়িতে থাকেন তাঁর স্ত্রী, বাবা-মা এꦜবং দুই সন্তান। আর তিনি আপাতত ফারহার সঙ্গেই𒆙 থাকেন।