৯ জꦰানুয়ারি পরিচালক ফারহা খানের জন্মদিনে বিশেষ আয়োজন করেছিলেন মালাইকা আরোরা। ‘ঝলক দিখলা জা’র সেটেই একটু অন্য ভাবে পালন হল ফারহার জন্মদিন। এ দিন দুুপরে একসঙ্গে বসে সকলে লাঞ্চ করেছেন। আর অর্জুন কাপুরকে কল করে সেই সমস্ত দুপুরের খাবারের আয়োজন নিয়ে করেছেন মালাইকা।
‘ঝলক দিখলা জা’র শ্যুটিংয়ের ফাঁকে বসে জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন ফারহা। সেখানে দেখা গিয়েছে রবিনা ট্যান্ডনকেও। রাজমা, মটন পোলাও আরও অনেক খাবার টেবিলে সাজানো, সকলে মিলে একসঙ্গে বসে খাচ্ছেন। এত সব খাবারের জন্য অর্জুন কাপুরকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন ফারহা। যুজবেন্দ্র চাহালও ছিলেন সেখানে। আরও পড়ুন: ইব্রাহไিম থেকে পশমিনা, এই ৭ স্টার কিড এই বছর ডেবিউ করবেন বলিউডে
বলিউডে কোরিওগ্রাফির যাত্রা কাকতালীয়ভাবে ঘটে ফারহার। 'জো জিতা উওহি সিকন্দর' ছবির কোরিওগ্রাফি করার কথা ছিল সারোজ খানের। ঘটনাচক্রে তাঁকে কোদাইকানাল চলে যেতে হয়। ছবির 'পেহলা নশা' গানের কোরিওগ্রাফি করার গুরু দায়িত্ব এসে পড়ে ২৭𓆏 বছরের ফারহার কাঁধে। একটুকুও না ঘাবড়ে সেই কাজে নিজেকে প্রমাণ করেন ফারহা।
পরিচালক হিসেবে 'ম্যায় হু না' তৈরি করে ফিল্মফেয়ারে সেরা পরিচালকের তালিকায় মনোনীত হয়েছিলেন ফারহা। মীরা নায়ারের পর তিনিই দ্বিতীয় ভারতীয় মহিলা পরিচালক যিনি এই মনোনয়ন পেয়েছিলেন। করণ জোহরജের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন ফারহা। সেটি ছিল তাঁর অভিনয়ের ডেবিউ। ১৪ বছর পর বোমান ইরানির বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন 'শিরিন ফারহাদ কি তো নিকল পড়ি' ছবিতে।
ফারহা খান ও তাঁর স্বামী শিরিশ কুন্দেরের একটি প্রযোজনা সংস্থা আছে, যার নাম 'থ্রি কোম্পানি'। তাঁদের ক্রিপলেট সন্তা𒈔নের কথা মাথায় রেখেই এই নামকরণ। 'মনসুন ওয়েডিং', 'ভ্যানিটি ফেয়ার'-এর মতো আন্তর্জা♔তিক ছবিতে কাজ করেছিলেন ফারহা। বর্তমানে ‘ঝলক দিখলা জা’য় বিচারকের আসনে দেখা যাচ্ছে তাঁকে।