এই প্রথম বার গান ছেড়ে ভক্তিগীতি গাইলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। দীপাবলিতে সকলকে চমক দিয়ে শ্যামাসংগীত গাইলেন তিনি। এসভিএফ প্রযোজনা সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই গান গেয়েছেন। তবে এই গান গাওয়ার পিছনে তাঁর মায়ের অনুপ্রেরণাꦆ সব থেকে বেশি জানিয়েছেন সুরকার।
জিৎ-এর কথায়, অনেক রকমের গান ༺গেয়েছেন, সুর দিয়েছেন। তবে ভক্তিগীতি গাননি কখনও। সেই নিয়ে তাঁর যতটা না আক্ষেপ ছিল, তাঁর মায়ের ছিল বেশি। তিনি নিজেও বহুদিন ধরে ভক্তিমূল গান গাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু করে উঠতে পারছিলেন না। এরপরই দীপাবলির আগে তাঁর মায়ের নির্দেশ ছিল এক ঘণ্টার মধ্যে গান চাই। আর মায়ের কথা কি ছেলে কখনও ফেলতে পারে! তাই চন্দ্রাণী গঙ্গোপাধ্যায় বসে নতুন গানের জন্য উদ্যোগ নেন।
এসভিএফ প্রযোজনায় এই শ্যামা সংগীতের কথা লিখে♚ছেন চন্দ্রাণী গঙ্গোপাধ্যায়। গানের সুর দিয়েছেন এবং গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানের নাম ‘তারা তুই’। এটা জিৎ-এর প্রথম মিউজিক ভিডিয়ো। গানে সংগীত শিল্পীকে লাল ধুতি-পাঞ্জাবি, কপালে লাল সিঁদুরের তিলক কেটে দেখা গেছে। প্রথমবার ভক্তিমূল গান গাইতে পেরেছে উচ্ছ্বসিত গায়ক-সুরকার নিজেও।