আশরাফুল আলম ওরফে হিরো আলম, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমন কোনও বাঙালি নেই যাঁরা এই নাম শোনেনি। দুই বাংলায় রীতিমতো ঝড় তোলেন ক্লাস সেভেন পাশ করা হিরো আলম। রূপ নেই, ছিল না অর্থের জোরও। তবুও থামেননি হিরো আলম। আরও পড়ুন-‘আমি খারাপ ছেলে, মা-কে কোনওদিন সুখ দিতে পারিনি…’,সব পেয়েও কেন হাহাকার অরিজিৎ-এর!
ইউটিউব, ফেসবুকের ভাইরাল ভিডিয়োর জেরেই হিরো আলমের পরিচিতি। বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। রাজনীতির আঙিনায় নেমেও বারবার পরাজয় হাতে এসেছে হিরো আলমের। তবু দমতে না-রাজ। মাস দুয়েক আগেও গণধোলাই খেয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ফের আলোচনায় হিরো আলম, তবে এবার ব্যক্তিগত জীবনের জন্য।
প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি কুড়ান এই সমাজমাধ্যম প্রভাবী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মানুষের উঁকিঝুঁকি কম নেই। বারবার প্রেমে পড়েন হিরো আলম। দু-বার বিয়ে টেকেনি। এবার সোশ্যালে এক নারীর সঙ্গে হিরো আলমের অন্তরঙ্গ ছবি হল ভাইরাল। ছবিতে দেখা গেল ওই সুন্দরী রীতিমতো হিরো আলমের গালে নাক ঘষে ছবি তুলছেন। যা দেখে অনেকের মনেই প্রশ্ন, তবে এই কন্যের সঙ্গেই প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন হিরো আলম?
ভাইরাল ছবি প্রসঙ্গে হিরো আলম TV9 বাংলাকে সাফ জানান, ওই মহিলা তাঁর স্ত্রী বা প্রেমিকা নন। কেবল তাঁর গুণমুগ্ধ অনুরাগী, সেই সূত্রেই তিনি ছবি তুলেছেন। অনুরাগীর সঙ্গে এমন মাখোমাখো ছবি দেখলে চমকে যাওয়ারই কথা!
জানা যায়, হিরো আলমের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী নুসরতের বিচ্ছেদ হয়ে গিয়েছে। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়েছিল। নুসরতের দাবি ছিল প্রথমপক্ষের স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাঁকে ধোকা দিয়ে বিয়ে করেছেন হিরো আলম। নুসরতের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই রিয়া মণির সঙ্গে নাম জড়ায় হিরো আলমের। চলতি বছরের গোড়ায় হিরো আলম স্পষ্ট বলেছিলেন, তাঁর সঙ্গে পেশাদার সম্পর্ক রিয়ামণির। যে ঘনিষ্ঠ ছবি-ভিডিয়ো দেখা যায় তা সবটাই শ্যুটিংয়ের স্বার্থে। তিনি রিয়ামণিকে বিয়ে করেননি। এমন কথাও বলেছিলেন হিরো আলম।
ওদিকে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর নিজের অফিসে সাংবাদিক বৈঠক করে হিরো আলম বলেন, তাঁকে উপদেষ্টা হিসাবে চাইছে মানুষজন। তিনি বলেন, গত দুইদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কল আসছে, পোস্ট করছে— ভাই আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায়।