বর্তমানে হৃতি🍒কের জীবনে তিনটি জিনিসের জায়গা আছে, শান্তি, আনন্দ এবং তৃপ্তি। অভিনেতা ১০ জানুয়ারি ৪৯ বღছরে পা দিলেন। সূর্যের চারপাশে আরও একটি পাক দিয়ে ফেললেন। তাতে কী? 'গ্রীক গড'-এর কাছে বয়স তো নিছকই একটা সংখ্যা মাত্র! এখন তিনি তাঁর আগামী ছবি ফাইটার নিয়ে ব্যস্ত আছেন।
তাঁর জন্মদিনের বিশেষ প্ল্যান কী ছিল আজ? এখনও কি তিনি জন্মদিন নিয়ে একই রকমের উচ্ছ্বাস বোধ করেন? এই প্রশღ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমার কাছে এটা এখনও একটা মজার দিন। কিন্তু কোথাও গিয়ে সেই এক গতে বাঁধা পার্টি, বার্থডে সেলিব্রেশন, ইত্যাদি হয়ে দাঁড়িয়েছে। ফলে জন্মদিনটা এখন কোথাও গ🌺িয়ে একটা অস্বস্তি এনে দেয়। তবে একই সঙ্গে আমার কাছে এখন আমার জন্মদিন মানে নতুন সুযোগ। নিজের ইচ্ছা, কাজ ইত্যাদি পূর্ণ করার আরও একটা সুযোগ বলে মনে করি আমি।’
এই ৪৯ বছরের জীবনে তাঁর সব থেকে বড় শিক্ষা কী🦩? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন ‘শান্তি এমন কিছু নয় যেটা পাওয়ার জন্য আমায় অপেক্ষা করতে হবে বা অনেক কাঠখড় পড়তে হবে। আদতে শান্ত সব কিছুর ভিত্তি। সব কিছুর বেসেই শান্তি থাকে। সেটা বুঝতে হবে। অভ্যাস গড়ে তুলতে হবে।’
উত্তর ভার্সেস দক্ষিণী ভারতীয় ছবির মধ্যে যে একটা ꦺদ্বন্দ্ব এখন দেখা যাচ্ছে সেটা নিয়ে অভিনেতাকে প্রশ্ন কꦍরা হলে তিনি বলেন, 'আমি একজন ভারতীয় অভিনেতা। বিশ্ব জাতির অংশ এটা একটা। আমি নিজেকে কখনও কোনও বিতর্কে জড়াইনি এখনও জড়াতে চাই না।'
বিতর্কে নাই বা জড়ালেন কিন্তু নতুন বছরের রেজোলিউশন তো জানাতেই পারেন! ২০২৩ সালে অভিনেতা কী শপথ নিলেন? 'আরও অনেক বেশি সামাজিক হবো। আমি সামাজিক অনুষ্ঠান, ইত্যাদিতে যেতে চা🗹ইলেও সময় করে উঠতে♔ পারি না। এবার সেটা করার চেষ্টা করব। ছাত্র হিসেবে আরও অনেক বেশি কিছু শিখব। আরও উন্নতি করব', এমনটাই জানালেন অভিনেতা।