Exclusive: শিয়ালদার পকেট পরোটা মানেই এখন রাজুদা। ফুড ভ্লগারদের জেরেই হোক বা আদ্যোপান্ত ভালো মানুষ বলেই হোক, রাজুদা এখন সোশ্যাল মিডিয়ার টপ পার্সোনালিটিদের মধ্যে একজন। সেই রাজুদাকেই এবারে নাকি দেখা যাবে হইচইয়ের পর্দায়! দেখা যাবে, অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে একই ফ্রেমে। হইচইয়ের পর্দায়। ভ্লগারদের ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছেন রাজুদা। খেলতে গিয়েছেন সান বাংলার ‘লাখ টাকায় লক্ষ্মী লাভ’-এর মতো গেম শোতেও। কিন্তু সেই অর্থে কোনও সিনেমা বা ওয়েব সিরিজের ক্যামেরার সামনে রাজুদা এই প্রথম। কেমন লাগল অভিনয় করে? HT বাংলাকে জানালেন গুমার রাজু ঘোষ ওরফে রাজুদা।
‘প্রথম অভিনয় বলে একটু নার্ভাস’
রবিবারের ব্যস্ত সকালে হাতের কাজ গোছাতে গোছাতেই রাজুদা বললেন, ‘অভিজ্ঞতা সম্পূর্ণ অন্যরকম। এর আগেরটা ছিল প্রতিযোগিতা। কিন্তু এবারে একটা ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে। তাই বেশ আনন্দ হচ্ছে।’ অভিনয়ে তো এই প্রথমবার। টেক নেওয়ার আগে রিহার্সাল করেছিলেন? রাজুদা জানালেন,‘আগে থেকে হোয়াটসঅ্যাপে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা পড়েই প্র্যাকটিস করেছিলাম। কিন্তু ক্যামেরার সামনে বলতে গিয়ে বেশ কয়েকবার আটকে যাচ্ছিল। যা হয় বুঝতেই পারছ।🔴 প্রথমবার বলে একটু নার্ভাস হয়ে পড়েছিলা🌊ম। আবার বাড়িতে এসে বলার চেষ্টা করলাম। তখন ঠিকঠাকই বলতে পারছিলাম। কিন্তু ক্যামেরার সামনে একটু আটকে আটকে যাচ্ছিল।’ কথায় কথায় রাজুদা বললেন, হইচইয়ের একটি প্রোমোশনাল ভিডিয়োরও শুট হয়েছে সেদিন। সেখানে পকেট পরোটার বিখ্যাত স্টাইলেই তাঁকে বলতে শোনা যাবে হইচইয়ের বিভিন্ন সাবস্ক্রিপশনের কথা।
কোন ওয়েব সিরিজ?
রাজুদার অফিসিয়াল পেজে রবিবার সকালে একটি রিল আপলোড করা হয়। সেখানেই রাজ෴ুদার মুখে শোনা গিয়েছে সুখবরটি। এদিকে জানুয়ারি মাসেই অনির্বাণ চক্রবর্তীর বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে কোনটিতে অভিনেতার সঙ্গে দেখা যাবে রাজুদাকে? এই বিষয়ে কিছুটা সাসপেন্স বজায় রাখলেন রাজুদা। বললেন, ‘কিছুদিনের মধ্যেই হইচই জানিয়ে দেবে নামটা।’ তবে হইচইয়ের কোনও ওয়েব সিরিজ না প্রোমোশনাল ভিডিয়ো, তা নিয়ে এখনও কিছুটা ধন্দ রয়েছে। যা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।
‘বড় অভিনেতা বলে দম্ভ নেই’
এর আগে পর্দায় দেখেছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে। এবার একই ফ্রেমে অভিনয় করে কেমন লাগল? ‘আমার স্ক্রিপ্টে একটা জায়গা ছিল যেখানে ওর দিকে অবাক হয়ে তাকাতে হত। আমার মন এখনও ওরকমই অবাক হয়ে আছে। একে তো প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। তার উপর বাংলা ছবির ওরকম একজন স্বনামধন🦂্য অভিনেতার সঙ্গে অভিনয় করতে পেরেছি। এটাই আমার কা𒉰ছে বড় সৌভাগ্যের। এই সিরিজে অনির্বাণবাবু শুধু অন স্ক্রিন রসিক নন, অফ স্ক্রিনেও রসিক মানুষ। বড় অভিনেতা বলে তাঁর মধ্য়ে দম্ভ নেই।’
কী বলছেন অনির্বাণ?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাজুদার♛ সঙ্গে ফ্রেম শেয়ার করে কেমন লাগল অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর? এই ব্যাপারে জানতে HT বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। তবে অনির্বাণের কথায়, ‘আপাতত আমি একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তিবদ্ধ আছি। তাই এই ব্যাপারে এখনই কথা বলতে পারব না। তারা বলার অনুমতি দিলে নিশ্চয়ই সুখবরটা দেব সবাইকে।’