এই মুহূর্তে দেশেজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘রাঘণীতি’র বিয়ে! রবিবার উদয়পুরের তাজ লেক প্যালেসে শুভ পরিণয় সুসম্পন্ন হল জুটির। প💦িচোলা হ্রদের ধারে বসেছিল আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়ের গ্র্যান্ড আসর। হাজির ছিল🦋েন বিনোদন ও রাজনীতির জগতের হাই প্রোফাইল ব্যক্তিত্বরা।
বিয়ের পর এই মুহূর্তে তাজ লেক প্যালেসে চলছে নবদম্পতির রিসেপশনের আসর। যদিও বিয়ের ছবি এখনও প্রকাশ্যে আসেনি। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। অরবিন্দ কেজরিওয়ালের সাংসদ বিয়েতে জলের মতো পয়সা খরচ করছেন 🐼তা স্পষ্ট। উদয়পুরের অন্যতম রাজকীয় হোটেলে বসেছে বিয়ে ও রিসেপশনের আসর। আর বিয়ের এই এলাহি আয়োজন দেখেই রাঘবকে খোঁচা দিতে ছাড়লেন না কংগ্রেস নেতা সুখপাল সিং খয়রা।
পঞ্জাবের বিধায়ক সুখপাল সিং খয়রা। রাঘবের বিয়ের খরচ নিয়ে মিডিয়া তোলপাড়। জানা গিয়েছে যে লাক্সারি স্যুটে থ꧅াকছেন সাংসদ, তার প্রতি রাতের ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা। যা দেখে চোখ ছানাবড়া অনেকেরই। সুখপাল সিং-এর প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তাহলে খাস কে?’ সোশ্যাল মিডিয়া এক্স-এ (অতীতে টুইটার) রাঘবকে বিদ্রুপ করে তিনি লেখেন-'পরিণ൲ীতি চোপড়ার সঙ্গে বিয়ে সুসম্পন্ন হওয়ায় নিশ্চিতভাবেই আমি রাঘব চাড্ডাকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ওঁনার উচিত জবাবদিহি করা, কী করে ওঁনার মতো আম আদমি যিনি মাত্র ২.৪৩ লাখ টাকা ইনকাম ট্যাক্স দেন, তিনি ওন একটা রাজকীয় বিয়ে সারছেন সাত তারা হোটেলে। শুনছি ওঁনার এক রাতের (রুমের) ভাড়া নাকি ১০ লাখ টাকা! উনি জনপ্রতিনিধি, ওঁনাকে নিশ্চিতভাবে এই প্রশ্নের জবাব দিতে হবে'।
আম আদমি পার্টির দুই মুখ অরবিন্দ কেজরিওয়ান ও ভগবত সিং মান (দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী)-কে নিজের পোস্টে টꦡ্যাগ করে সুখপাল সিং-এর প্রশ্ন, ‘এ যদি আম আদমি হয়, তা🐭হলে খাস কে?’
এই বিষয় নিয়ে বেশ অস্বস্তিতে দল। প্রসঙ্গত রাঘব-পরিণীতির বিয়েতে সামিল হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরꦐবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। দেখা মিলেছে যুবনেতা আদিত্য ঠাকরেরও। রাঘব-পরিণীতির এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পৌঁছেছিলেন ভাগ্যশ্রী, সানিয়া মির্জা, মণীশ মালহোত্রা, হরভজন সিং, গীতা বসরারা। যদিও রাঘব-পরিণীতির বিয়েতে হাজির হননি দিদি প্রিয়াঙ্কা চোপড়া, দূর থেকেই আর্শীবাদ দিলেন নবদম্পতিকে। মেয়ে ও স্বামীর⛄ সঙ্গে এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছেন অভিনেত্রী।
রাঘব-পরিণীতির প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল দিল্লিতে। গত শুক্রবার উদয়পুর পৌঁছান বর-কনে। বর-কনে দুই পরিবারই পঞ্জাবি। তাই পঞ্জাবি রীতি-নীতি মেনেই হবে সব অনুষ্ঠান। সঙ্গীত, মেহেন্দি, হলদি থ✅েকে ‘চূড়া সেরিমনি’, সেহরাবন্দি-সব💙 হয়েছে নিয়মমাফিক। বিয়ের অনুষ্ঠান সেরে সোমবারই দিল্লি ফেরার কথা নবদম্পতির।