গায়িকা ইমন চক্রবর্তীর অ্যাকাউন্ট ডিলিট করে দিল ইউটিউব। মঙ্গলবার নিজে সোশ্যꦉাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর জানালেন গায়িকা।
৪ এপ্রিল ফেসবুকে সকালবেলা একটি পোস্ট করেন ইমনܫ। গায়িকা সেখানে জানান যে ইউটিউবের তরফে একটি মেইল পেয়েছেন তিনি। সেখানেই তাঁকে জানানো হয়েছে যে তাঁর ইউটিউব অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া হয়েছে।
ইমন তাঁর পোস্টে লেখেন, 'আজ সকালে ইউটিউবের তরফে একটি মেইল পেয়েছি আমি। ওরা জানিয়েছে যে আমার চ্যানেলটিকে ওদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। আমার স্রেফ কোনও ধারণাই নেই যে আমি কী করেছি। বা আমি কোনও নিয়ম ভেঙেছি কিনা।' তিনি🌳 এই পোস্টে আরও জানান, 'আমরা এখানে এত টাকা, সময় বিনিয়োগ করি আর তারপর যদি ওরা এভাবে মেইল করে জানায় যে সেটা আর নেই, তাহলে কিছু বলার নেই। সত্যি ভয়াবহ গোটা বিষয়টা। ভীষণই দুঃখজনক।'
গায়িকার পোস্টে অনেকেই নিজেদের মন্তব্য জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আপনার প্রোফাইল হয়তো হ্যাক করা হয়েছে। ইউটিউবকে মেইল পাঠান দিদি। ২৪ ঘণ্টার মধ্যে ফেরত পেয়ে যাবেন।' আরেক ব্যক্তি লেখেন, 'এটা ভীষণই দুঃখজনক। খুবই বিরক্তকর। এরা যা ইচ্ছে তাই করতে থাকে। একবার আমায় আমার গানের জন্যই কপিরাইট দিয়ে ব্লক করে দিয়েছিল। তারপর ꦚওদের যখন জানাই গানটা আমার, প্রোডাকশন আমার তখন ক্ষমা চেয়ে ভিডিয়োটা আবার খুলে দিয়েছিল।'
অনেকেই তাঁকে কপিরাইটের বিষয়টা দেখতে বলেছেন। অনে⛦কে আবার বলেছেন কীভাবে মেইল করলে এই সমস্যার সমাধান হতে পারে।
প্রসঙ্গত ইমন চক্রবর্তীর গাওয়া পাখিদের স্মৃতি গানটি ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে ভীষণই জনপ্রিয় হয়েছে। দর্শকদের থেকে বিপুল সাড়া পেয়েছে এই গান। শুভജশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এবং দেবালয় ভট্টাচার্য পরিচালিত এই সিরিজ হইচইতে মুক্তি পেয়েছে কিছুদিন আগে। কল্লোল লাহিড়ির উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে এই সিরিজ। এটি সমালোচক থেকে দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছে এখন।