Subhadra: বাবা, শ্বশুর, তারপর স্বামী, একের পর কাছের মানুষের মৃত্যুতে শোকে বিপর্যস্ত, সুভদ্রা কি চিরতরে অভিনয় ছেড়েছেন?
Updated: 08 Apr 2025, 04:54 PM ISTসুভদ্রা বলেন, ‘ও ছিল আমার বন্ধু, আসলে আমার কাজের জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ছিল... আজকাল সাজগোজ বা কাজ কোনওটাই আর করতে ইচ্ছা করে না সেভাবে। সেদিন রাতেও... আমরা একসঙ্গে বসে খেলাম গল্প করলাম, তারপর যে ঘুমের মধ্যে ও এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আজও মেনে নিতে পারি না।’
পরবর্তী ফটো গ্যালারি