বিজয় স্যার ও শাহরুখ স্যার, দুজনেই আমায় বলেছিলেন যে 'চিত্রনাট্য নিয়ে আসুন, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। পরে বিজয় স্যার আমাকে মেসেজ করে বললেন যে আপনি যদি এমন একটা চিত্রনাট্য লেখেন, তাহলে আমি অবশ্যই আছি। শাহরুখ স্যার জিগ্গেস করেছিলেন, ‘স্যার, আপনি এই বিষয়ে সিরিয়াস? আমরা একসঙ্গে ছবি করব, তাই না?’
অ্যাটলি-শাহরুখ
বক্স অফিসে চলছে শাহরুখ 'শাসন'। কিং খানের হাত ধরে বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে পরিচালক অ্যাটলির ছবি। 'জওয়ান' ছিল বলিউডে অ্যাটলির ‘এন্ট্রি পাস’। যাতে লেটার মার্কস পেয়ে পাস করেছেন অ্যাটলি। আর শাহরুখের সঙ্গে শুধু একটা ছবি করেই থামতে চান না অ্যাটলি। বলিউডে পাকাপাকিভাবে জায়গা করতে চান তিনি। আর তাই পরিকল্পনা করছেন বাদশার সঙ্গে আরও একটা ছবি করার।
হ্যাঁ, ঠিকই শুনছেন। খুব সম্ভবত এবার কিং খান ও থালাপতি বিজয়তে নিয়ে নিজের পরের ছবি করতে পারেন অ্যাটলি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অ্যাটলি নিজেই। ঠিক কী বলেছেন তিনি?
বিজয় স্যার এবং শাহরুখ স্যার, দুজনেই আমায় একই কথা বলেছিলেন যে 'চিত্রনাট্য নিয়ে আসুন, আমরা অবশ্যই একসঙ্গে কাজ করব। আমিও ভেবেছিলাম যে ওঁরা আমার জন্মদিনের উপহার হিসাবে এই সব বলছেন। পরের দিন, বিজয় স্যার আমাকে মেসেজ করে বললেন যে আপনি যদি এমন একটা চিত্রনাট্য লেখেন, তাহলে আমি অবশ্যই এর অংশ হব। আমার ঠিক পাশে থাকা শাহরুখ স্যার জিগ্গেস করেছিলেন, 'স্যার, আপনি এই বিষয়ে সিরিয়াস? আমরা একসঙ্গে একটি ছবি করব, তাই না?'।
প্রসঙ্গত, অনেকেই ভেবেছিলেন, 'জওয়ান'-এ ক্যামিও হিসাবে দেখা যাবে থালাপতি বিজয়কে। যদিও সেটা ঘটেনি। এপ্রসঙ্গে অ্যাটলি বলেন, ‘বিজয় স্যারকে ক্যামিওর জন্য বলিনি, তার একটা কারণ আছে। শাহরুখ স্যার, বিজয় স্যার দুজনেই আমার কেরিয়ারের মোড় ঘুরিয়েছেন। আমি অবশ্যই ওঁদের দুজনকে নিয়ে কিছু একটা লিখব।’ অ্যাটলি বিজয়ের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন, থেরি (২০১৬), মেরসাল (২০১৭) এবং বিগিল (২০১৯) ছবিতে।