কমল হাসান অভিনীত ঠগ লাইফ-এর ট্🔯রেলার মুক্তি পেয়েছে গত ১৭ মে। মনি রত্নম পরিচালিত এই ছবিতে কমল হাসান ছাড♋়াও অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা ত্রিশা কৃষ্ণন। তবে ট্রেলারে কমল হাসানকে হাঁটুর বয়সী নায়িকাকে চুমু খেতে দেখে অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন।
গতকাল অর্থাৎ শনিবার ট্রেলার মুক্তি পাওয়ার পরেই বেশ হইচই পড়ে যায় নেট দ🐠ুনিয়ায়। একদিকে যেমন কিছু কিছু মানুষ ট্রেলারের প্রশংসা করেছেন তেমন অন্যদিকে কিছু মানুষ সমালোচনাও করেছেন। ৭০ বছর বয়সী কমল হাসানকে ৪২ বছর বয়সী ত্রিশাকে চুমু খেতে দেখে রীতিমতো অস্বস্তিতে পড়েছেন দর্শকরা।
আরও পড়ুন: সি সেকশনের বদলে নরম্যাল ডেলিভারির সিদ্ধান্ত!💯 মেয়ে আথিয়াকে 🌱নিয়ে গর্বিত সুনীল, বললেন...
আরও পড়ুন: অপেক্ষার অবসান! প্রকাশ্যে এল ধামাল ৪ মুক্তির দিন, কবে আসছে অজ൩য়-রীতেশদের ছবি?
শনিবার ছবির ট্রেলার লঞ্চ হতেই রেডডিট ব্যবহারকারী অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। একজন লিখেছেন, ‘যদি একজন বৃদ্ধ পুরুষ যুবতীর প্রেমে পড়ে তাহল♒ে সেখানে কিছু বলার থাকে না কিন্তু একজন বৃদ্ধ পুরুষ যদি তরুণের মতো ভান করে তাহলে অদ্ভুত লাগে।’ অন্য একজন লিখেছেন, ‘ট্রেলার দেখে সত্যি ভীষণ অবাক হলাম।’
একজন রসিকতা করে মন্তব্য করে বলেন, ‘মাত্র ৩০ বছরের ব্যবধান, তারা নাকি আত্মার সঙ্গী! এটা কি ভাই?’ এ🧸কজন আবার কমল হাসানের মেয়ের কথা টেনে এনে লিখেছেন, ‘ত্রিশা শ্রুতির থেকে মাত্র তিন বছরের বড়, হাঁটুর বয়সী একটি মেয়ের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করা কীভাবে সম্ভব?’
আরও পড়ুন: বলি সেলিব্রিটিদের এমন ৭ চুম্বন মুহূর্ত, যা এক 𓃲সময় তৈরি করেছিল বিতর্ক
তবে অনেকেই আবার কমল হাসানের পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, ‘চরিত্রের খাতিরে সবকিছুই করতে হয়। গল্পে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে একজন বয়স্ক গ্যাংস্টার একজন কম বয়সী মহিলার প্রেমে পড়েছেন, খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্যটি যথাযথ।’ কেউ আবার লিখেছেন, ‘ যদিও ওঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক𓆉, তবুও বলব ত্রিশার জায়গায় অন্য কাউকে নিলে হয়তো ভালো হতো।’