আইপিএলের ইতিহাসে এই প্রথম দেখা গেল এমন ঘটনা। ২০০ বা তারও বেশি রানের টার্গেট তাড়া করতে নেমে কোনও দল ১০ উইকেটে ম্যাচ জিতেছে, এমন নজির আইপিএলে আগে ছিল না। সেদিক থেকে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ে গুজরাট টাইটানস। রবিবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের ৩ উইকেটে ১🎐৯৯ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ম্যাচ জেতে বিনা উইকেটে ২০৫ রান তুলে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ের সুবাদে গুজরাট টাইটানস একটি দুর্দান্ত বিশ্বরেকর্ডও গড়ে ফেলে। তারা ১০ উইকেটে জꦚেতা টি-২০ ম্যাচে সব থেকে বেশি রান সংগ্রহ করার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলে।
আরও পড়ুন:൩- ক্যাপ্টেন হিসেবে I൲PL-এ ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার, ধোনি-রোহিতেরও নেই এই রেকর্ড
এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটের ইতিহাসে দু'বার কোনও দল ২০০ বা তারও বেশি রান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জেতে। গুজরাট টাইটানসের আগে এমন কৃতিত্ব অর্জন করে পাকিস্তান। তারা ২০২২ সালে করাচিতে ইংল্যান্ডের ৫ উইকেটে ১৯৯ রানের জবাবে বিনা উইকেটে ২ꦓ০৩ ꦛরান তুলে ম্যাচ জিতে যায়। রবিবার পাকিস্তানের সেই নজিরকেও ছাপিয়ে যায় গুজরাট টাইটানস।
আরও পড়ুন:- IPL-এ সব থেকে বেশি🌃 শতরান, এককভাবে চার নম্বরে উঠলেন লোকেশ রাহুল
২০০ বা তারও বেশি রান তাড়া করতে নেমে ১০ উইকেটে টি-২০ ম্যাচ জয়
১. দিল্লি ক্যাপিটালসের ৩ উইকেটে ১৯৯ রানের 🍌জবাবে বিনা উইকেটে ২০৫ রান তুলে ম্যাচ জেতে গুজরাট টাইটান🐬স (২০২৫)।
২. ইংল্যান্ডে꧂র ৫ উইকেটে ১৯৯ রানের জবাবে বিনা উইকেটে ২০৩ রান তুলে ম্যাচ জেতে পাকিস্তান (২০২২)।
এর আগে আইপিএলে সব থেকে বেশি ꦓরান তাড়া করতে নেমে ১০ উইকেটে ম্যাচ জয়ের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের নামে। তারা ২০১৭ সালে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১৮৪ রান তুলে ম্যাচ জেতে। অর্থাৎ কেকেআরের ৮ বছর আগের রেকর্ড ভেঙে দেয় টাইটানস।
আইপিএলে বিনা উইকেটে সব থেকে বেশি রান তাড়া করে ম্যাচ জয়
১.♛ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বিনা উইকেটে ২০৫ রান তুলে ম্যাচ জেতে গুজরাট টাইটানস (২০২৫)।
২. গুজরাꦏট লায়ন্সের বিরুদ্ধে বিনা উইকেটে ১৮৪ র🅠ান তুলে ম্যাচ জেতে কলকাতা নাইট রাইডার্স (২০১৭)
৩. পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিনা উইকেটে ১৮১ রান তুলে ম্যাচ জেতে চেন্নাই সুপার কিংস (🦩২০২০)।
৪. রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিনা উইকেটে ১৮১ রান তুলে ম্যাচ জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গা༒লুরু (২০২১)।