শিমুলের সঙ্গে তাঁর শাশুড়ির বনিবনা হয় না। বিয়ের পর থেকেই বউমা শিমুলের উপর কিছু কম মানসিক নির্যাতন চালায়নি তাঁর শাশুড়িমা। 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের শুরু থেকেই উঠে এসেছে গার্হস্থ্য হিংসার ছবি। তবে এই মুহূর্তে হঠাৎই যেন কেমন পাল্টি খেয়েছে শিমুলের সেই 'দজ্জাল' শাশুড়ি।
হ্য়াঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি 'কার কাছে কই মনের কথা'র এপিসোডে শিমুল ও তাঁর শাশুড়িকে একসঙ্গে জোট বাঁধতে দেখা যাচ্ছে। ধারাবাহিকের প্রমোয় দেখা যাচ্ছে, স্বামী ও দেওরকে না ডেকেই জলখাবার খেতে বসে পড়েছে শিমুল, তাঁর শাশুড়ি এবং ননদ। তাঁদের কেন খেতে না ডেকে বাড়ির মেয়েরা খেতে বসে গেল, এমন কথায় শিমুলের শাশুড়ি বলেন, 'আমরা তো ভুলেই গিয়ছিলাম, যে তোরা খেতিস। ওগো বউমা কেন এমন ভুল হল বলো দেখি!' উত্তরে শিমুল মনে করিয়ে দিল, ‘ওই যে সকাল বেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিতে, তারপর থেকে কেমন যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা। ওরা যেমন ভুলে গেছিল, আমরাও তেমন ওদের জন্য রান্না করতে ভুলে গিয়েছি।’ মা ও বউদি কথা শুনে তখন হেসে ফেলে শিমুলের ননদ।
আরও পড়ুন-লুচি ভাজলেন, সুজি বানালেন…আরও কত কী! সিঙ্গাপুরের বাড়িতে লক্ষ্মী আরাধনায় ঋতুপর্ণা
আরও পড়ুন-অসুস্থ অগ্নিদেব চট্টোপাধ্যায়, বাইপাস সার্জারির জন্য ভর্তি হাসপাতালে, জানালেন সুদীপা
এখানেই শেষ নয়, 'কার কাছে কই মনের কথা'র আরও একটি প্রমোতে শিমুলকে তাঁর বন্ধুদের সঙ্গে শাশুড়ির এই পরিবর্তন নিয়ে আলোচনা করতেও দেখা যাচ্ছে। সকলে যখন শিমুলকে প্রশ্ন করে এটা নিয়ে কোনও বিদ্রোহ হয়নি? তখন শিমুল বলেন, ‘বিদ্রোহের কী আছে, ওঁরা যেমন ভুলে গিয়েছিল, তেমনি মাও ভুলে গিয়েছে রান্না করতে।’ এখানেই শেষ নয়, শিমুল বলে, ‘মা হলে আমরা রান্না করি, ইচ্ছে হলে করব, নাহলে করব না। মা এটাও বলেছে, যে এটা মায়ের বাড়ি, ইচ্ছে হলে থাকবে, নাহলে বেরিয়ে যেতে পারে!’
শিমুলের মুখে তাঁর দর্জাল শাশুড়ির এমন পরিবর্তনের কথা শুনে অবাক তাঁর বন্ধুরা। তবে শুধু শিশুলের বন্ধুরা নয়, একইভাবে অবাক দর্শকরাও। এক নেটিজেন ভিডিয়োর নিচে লিখেছেন, ‘শাশুড়ি বৌমার হয়ে কথা বলছে বেশ ভালো লাগছে এরকমই যেন থাকে দুজনের মিল’। কেউ আবার শাশুড়ি-বউমার মিল দেখে প্রশ্ন করেছেন, ‘শাশুড়ি কবে পাল্টি খেল’! কারোর মন্তব্য, 'বেশ হয়েছে।' কেউ আবার লিখেছেন, ‘জমে উঠেছে ব্যাপারটা’।