সুপারস্টার বাবা শাহরুখ খানের পদাঙ্ক অনুসরণ করে সুহানা খান ২০২৩ সালে দ্য আর্চিস ছবির মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। যেখানে জাহ্নবী কাপুরের বোন খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও ছিলেন। দুর্ভাগ্যবশত, তার প্রথম অভিনয় নেটিজেনদের কাছ থেকে ভালো সাড়া পায়নি। তবে দর্শকরা সুহানার পরবর্তী ছবি কিং-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যেখানে তাঁর বাবা শাহরুখ খানও রয়েছেন। এদিকে, শাহরুখের বড় ছেলে আরিয়ান খান তার আসন্ন শো The Ba****ds of Bollywood-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এবং শাহরুখের ‘বিএফএফ’ করণ জোহর এখন এই দুটি প্রোজেক্ট নিয়ে প্রশংসায় ভরালেন।
আরও পড়ুন- অপারেশন সিঁদুর-এর বিবৃতি দিলেন ২ মহিলা অফিসার, একজন হিন্দু, একজন মুসলিম…: সৌমিতৃষা

সম্প্রতি রাজ শোমানির পডকাস্টে (podcast) করণ জোহর শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান ও একমাত্র মেয়ে সুহানাকে নিয়ে মুখ খুলেছেন। সুহানা, তাঁর কাজ এবং তাঁর আসন্ন ছবি নিয়ে কথা বলতে গিয়ে করণ জোহর বলেন, ‘যখন মানুষ তাঁকে তাঁর বাবার সঙ্গে কিং ছবিতে দেখবে... তাঁরা তাঁকে বড় আকারে দেখবে এবং অনুভব করবে যে, সে একজন অসাধারণ প্রতিভাবান। সে খুব ভালো করবে। আমি এটা শুধু এই জন্য বলছি না যে, সে আমার মেয়ের মতো, আমি এটা বলছি কারণ আমি বিশ্বাস করি সুহানা খানের মধ্যে একজন বিশাল, শক্তিশালী শিল্পী আছে।’
আরও পড়ুন: ‘বিনিময়ে চড়-থাপ্পড়…’! ভারত নাকি পাকিস্তান, কার পক্ষে ‘বাংলাদেশী’ লেখিকা তসলিমা?

আরিয়ান প্রসঙ্গে করণ জানান, আরিয়ানের পরিচালনায় আত্মপ্রকাশের উপর তার অগাধ বিশ্বাস রয়েছে। চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘আমি তার নেটফ্লিক্সের (Netflix) শো নিয়ে কিছু বলতে চাই না, কারণ এতে সে খুব রেগে যাবে, তবে আমি শুধু এটা বলব: নজর রাখুন। যদি একজন রাজা থাকেন, তাহলে একজন যুবরাজও থাকবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি, কারণ আমি শোটি দেখেছি। পরিচালক হিসেবে তার একটি স্বতন্ত্র আওয়াজ আছে।’
আরও পড়ুন: আসছে ‘কুসুম’, ‘রাণী ভবানী’! জি বাংলার এই মেগার শেষ হওয়ার খবর মিলছে, মারা যাবে খোদ নায়িকা?
শাহরুখের ছেলে হিসেবে ভক্তরা আরিয়ানকে যেমন ভাবেন, তিনি তাঁর থেকে একেবারেই আলাদা। ‘সে কঠোর পরিশ্রম করে; দিনে ২০ ঘণ্টা কাজ করে। ও এক বিরল ব্যক্তিত্বের অধিকারী।’