বলিপড়ায় সুখী দাম্পত্যের অন্যতম নাম সইফ-করিনা। ২০১২-তে বিয়ে করেন সইফ-করিনা। দীর্ঘ ১২ বছরের সংসার তাঁদের। দুই ছেলে তৈমুর ও জেহ। তাঁদের নিয়ে দিব𓄧্য়ি কাটছে 'সইফিনা'র। তবে সম্প্রতি এক সাক্ষাৎকাꦍরে দুই ছেলে তৈমুর ও জেহর কাণ্ডকারখানা ফাঁস করেছেন করিনা কাপুর খান।
তৈমুর-জেহর ঝগড়া
তৈমুর আলি খানের জন্ম হয় ২০১৬ সালে। আর জেহর জন্ম হয় ২০২১-এ। বর্তমানে একজনের বয়স ৭, অপরজনের ৩। 💧সাক্ষাৎকারে করিনা একপ্রকার স্বীকার করে নিয়েছেন দুই ছেলেকে বড় করা মুখের কথা নয়। বেবো জানান, প্রায়ই নাকি ঝগড়া বাঁধে দুই ভাইয়ের। করিনা বলেন, ‘আমি ওদের একে অপরের সঙ্গে ঝগড়া করতে বারণ করেছি। তবে তারপরেও আমি-সইফ বাড়িতে আছি, হঠাৎ দেখি সইফ চিৎকার করছে। আমি হয়ত তখন উপরে কিছু একটা করছি। শুনতে পাচ্ছি সইফ বকাবকি করছেন। হঠাৎই মারপিট শুরু করে দেয়। আমাদের এসে ওদেরকে থামাতে হয়। আসলে দুজনেই নিজেদের মতো করে খবরদারি করার চেষ্টা করে। তৈমুর যেহেতু বড়, ও কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে (যাকে বলে কিনা 'দাদাগিরি')। আর তাতেই জেহ রেগে যায়। জেহও পাল্টা ধমক দেয়, ধাক্কা মারে। আর আমি আর সইফ 'এসব দেখে ভাবি, এসব কী হচ্ছে ভাই'!’
আরও পড়ুন-বাবা-মা 🍒আলাদা হয়ে যান, আমি কখনওই পঙ্কজ কাপুরের ছেলে বলে নিজের পরিচয় দিই নি: শাহিদ কাপুর
আরও পড়ুন-'এ কেমন পোজ'! শামি বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহানের হোলি খেলার ছবিౠ দেখে প্রশ্ন নেটꦓপাড়ার
করিনার কথায়, জেহ-র অবশ্য চেঁচামিচি পছন্দ নয়। ‘দুটো ছেলেকে বড় করা খুবই কঠিন। আর এরা দুজনেই শক্তিশালী। ছোটবার ভাবখানা এমন যে আমি এসব কোনওকিছুই সহ্য করার পাত্র ন💦ই। এখন আমাদের মনে হয়, এসব তো সিনেমায় হত, এখন বাস্তবে হচ্ছে।’
কাজের ক্ষেত্রে করিনাকে খুব শীঘ্র ক্রু ছবিতে দেখা যাবে কৃতি শ্যানন, টাবু, কপিল শর্মা, দিলজিৎ দোসাঞ্জ, রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ🍸্যায়ের মতো🐻 অভিনেতাদের সঙ্গে। ছবির প্রযোজনা করছে একতা কাপুর, রিয়া কাপুর, আনিল কাপুর এবং দিগ্বিজয় পুরোহিত। রাজেশ কৃষ্ণনের পরিচালনায় এই ছবির গল্প লিখেছেন নিধি মেহরা ও মেহুল সুরি। কারিনাকে আগামীতে হনসল মেহতার রহস্য-থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’ এবং রোহিত শেঠির অ্যাকশন-ড্রামা ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে।