বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor: ‘শাহরুখ খুব দয়ালু, সলমন ছুরির মতো ধারালো’! আমিরকে নিয়ে কী মন্তব্য করিনার?
পরবর্তী খবর
Kareena Kapoor: ‘শাহরুখ খুব দয়ালু, সলমন ছুরির মতো ধারালো’! আমিরকে নিয়ে কী মন্তব্য করিনার?
1 মিনিটে পড়ুন Updated: 17 Oct 2023, 06:55 AM ISTTulika Samadder
শাহরুখ, সলমন আর আমির-- বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করে ফেলেছেন করিনা কাপুর। কার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, সম্প্রতি তাই নিয়েই কথা বললেন ‘জানে জান’ অভিনেত্রী।
শাহরুখ, সলমন আর আমিরকে নিয়ে মন্তব্য করিনা কাপুরের।
বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করেছেন করিনা কাপুর। শাহরুখ, সলমন আর আমিরকে নিয়ে মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েন তাঁদের ভক্তরা সামাজিক মাধ্যমে। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে করিনা কাকে এগিয়ে রাখলেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনাকে বলতে শোনা যায়, শাহরুখ খান ভারতের সবচেয়ে বড় তারকা। সঙ্গে জুড়ে দেন নিজের সময়ের থেকে ২০ বছর এগিয়ে রয়েছেন ‘জওয়ান’ শাহরুখ।
শাহরুখকে নিয়ে করিনা
শাহরুখ খানের সঙ্গে করিনা কাপুরকে দেখা গিয়েছে রা ওয়ান আর ডন সিনেমায়। তাঁর মতে, কিং খান যে বিশেষ কাপড় দিয়ে তৈরি তা আর কারও ক্ষেত্রেই ব্যবহার করা হয়নি! সেটে প্রত্যেককে সাহায্য করেন। খেয়াল রাখেন কারও কোনও সমস্যা হচ্ছে কি না! দয়ালু, একসঙ্গে অনেক কাজ করতে পারেন। যা দেখে একেকসময় হতচকিত হয়ে যান করিনাও।
সলমন প্রসঙ্গে করিনার মত, বেশিরভাগ সময়ই নিজেকে নির্লিপ্ত দেখানোর চেষ্টা করে সলমন, তবে তিনি ছুরির মতো ধারালো। সলমন নিজের ব্যক্তিত্ব, মেগা স্টারডমের উপর সবসময় জোর দেন। এবং সেগুলি ধরে রাখার চেষ্টা করেন। 'অন্য স্তরের' আত্মবিশ্বাস রয়েছে সলমনের, তবে মনযোগ দিয়ে সবার কথা শোনেন।
সলমনের সঙ্গেও দুটি ছবিতে কাজ করেছেন করিনা- বডিগার্ড ও বজরঙ্গি ভাইজান।
সদ্যই আমিরের সঙ্গে লাল সিং চাড্ডায় কাজ করেছেন করিনা। আর বলিউডের এই খানের ব্যাপারে তিনি জানান, কাজের সময় আমির থাকেন খুব মনযোগী। বেশিরভাগ সময়ই সিনেমার চরিত্রগুলিতে ডুবে থাকেন আমির। আর কাজ নিয়েই চিন্তা করে যান।
করিনা জানান, আমির কোনও চরিত্রের মধ্যে এতটাই ঢুকে যান যে সেই চরিত্রগুলি নিয়েই কথা বলেন। এটাই কাজের প্রতি তাঁর উৎসর্গ, ভালোবাসা। এই কারণেই এত ভালোবাসা পান আমির।
তাহলে কি আমিরের সঙ্গে কাজ করা শক্ত? করিনার জবাব, আমির খুব চাপ নিয়ে ফেললে তিনি শান্ত হতে বলেন।
কাজের সূত্রে, করিনা কাপুর খানকে শেষ দেখা গিয়েছিলে নেটফ্লিক্সে জানে জান সিনেমায়। যা দিয়ে ওয়েব ডেবিউ হয় তাঁর। এরপর কাজ করার কথা রয়েছে বাকিংহাম মার্ডারস ও দ্য ক্রিউ-তে।