'কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা?' এরই উত্তর খুঁজতে প্রায় ২ বছর টানা অপেক্ষা। আর এরপরই ২০১৭-র ২৮ এপ্রিল মুক্তি পেয়েছিল 'বাহুবলী-২'। ছবি ব্লকবাস্টার। উত্তরও মিলেছিল। তবে 'বাহুবলী'কে হত্যার পরও দর্শক মনে ভালোবাসার চিরকালীন স্থান করে নেন 'কাটাপ্পা' সত্য়রাজ।
দক্ষিণী অভিনেতা সত্যরাজ-কে এখনও সিনেপ্রেমী মানুষ 'কাটাপ্পা' রূপেই ভালোবাসেন। তবে এবার ভোল বদলে সম্পূর্ণ অন্য়ভাবে ধরা দিতে চলেছেন সত্যরাজ। এবার তিনি যে ভূমিকায় অভিনয় করতে চলেছেন, সেকথা জানলে হয়ত আপনিও চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় নিয়ে, ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা লিখেছেন, ‘প্রবীণ অভিনেতা সত্যরাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে নরেন্দ্র মোদীর-এর ভূমিকায় অভিনয় করবেন।’ ছবির বিষয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন-আদৃতের সোহাগে-আদরে মাখামাখি হতে একান্তযাপন, মধুচন্দ্রিমায় কোথায় গেলেন 'নতুন বউ' কৌশাম্বি?