চলছে কৌন বনেগা ক্রোড়পতি (KBC-15)। এবার অমিতাভের সামনে রয়েছেন প্রতিযোগী শবনম, সুরেশ এবং মানান। তাঁরাই একের পর এক কঠিন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। এর আগে তাঁর 'অডিয়েন্স পোল'-এর সাহায্য নিয়ে সঠিক উত্তর দিয়েছেন। এবার তাঁরা খেলবেন ৩ লক্ষ ২০হাজার টাকা জেতার জন্য। আর সেখাღনেই Big B তাঁদের জিগ্গেস করনে জিতলে এই টাকা তাঁরা কী করবেন? উত্তরে সুরেশ জানান, তিনি এই টাকায় মেয়ের বিয়ে দেবে🍌ন, আর ছেলের পড়াশোনার জন্য খরচ করবেন। আর যদি টাকা বাঁচে তখন সেটা দিয়ে স্ত্রী শবনমকে নিয়ে ডেটে যাবেন।
বাবার কথা শুনে ছেলে সুরেশকে মজা করে বলেন, আসল বিষয়টা হল ডেটিং। এমন কথায় সকলেই হাসতে শুরু করেন। এরপরই সুরেশ অমিতাভকে প্রশ্ন করে বসেন, জয়া বচ্চনকে বিয়ে করার জন্য আপনি কী করেছিলেন? Big B উত্তর দেন, 'আমি আসলে কিছুই করিনি। আমরা একসঙ্গে কাজ করতাম, একদিন আমরা ঠিক করলাম, এবꩲার বিয়ে করে নেওয়া 🍒যাক।'
আরও পড়ুন-বাঙালি পুরনো ক্লাসিক স্টাইলের পাঞ্জাবিই চাই! দী🐻পাবলির পোশাক বানাতে অভিষেককে ডাকলেন সইফ
আরও পড়ুন-রাজনীতিতে আগ্রহ নেই! কয়লা পাচার, গরু প𝄹াচারে নাম জড়াক. ওমন জীবন চাই না: চিরঞ্জিৎ
এরপরই সুরেশের ছেলে মানান অমিতাভকে বলেন, তাঁর কোনও গার্লফ্রেন্ড নেই, তাই কিছু টিপস দিন। এরপরই আগের প্রতিযোগী মজা করে মানানকে বলেন, এই ট🍬িপস যেন তিনি তাঁর বাবার থেকে চান। এই শোয়েই মান্নানের বাবা অমিতাভের জন্য একটি কবিতা আবৃত্তি করে শোনান। আর এরপরই ১২ লক্ষ ৫০ হাজার টাকার জন্য খেলতে দেখা যাবে সুরেশ ও তাঁর পরিবারকে।
কৌন বনেগা ক্রোড়ꦺপতি-র পর্বে ছোট ভাই অজিতাভ বচ্চনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অমিতাভ বচ্চনকে। Big B বলেন, এই যে ভাই-বোনের সম্পর্কগুলো হয়, এক্ষেত্রে যে ছোট হয়, বড়রা সবসময় তাঁদের জন্য একটা প্রতিরক্ষা কবজ তৈরি করে রাখে। অমিতাভ বচ্চন জানান, তিনি প্রথম জীবনে চাকরি করতেন, ভাই অজিতাভের কথাতেই বলিউডে আসার সিদ্ধান্ত নেন। অজিতাভই তাঁকে বলেছিলেন, ‘তোমার অভিন♒য় করা উচিত।’