নিত্যদিনই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে Big B-র শো কৌন বনেগা ক্রোড়পতি। আর এবার KBC-16 তম সিজন চলছে। সেখানেই এবার অম🍰িতাভের সামনে হট সিটে বসেছিলেন বায়োলজির ছাত্রী শ্রীঞ্জিনী। মানব দেহের শরীর নিয়ে সেই ছাত্রীর কথায় একপ্রকার ঘাবড়েই গেলেন অমিতাভ।
কিন্তু বিগ বি-কে কী এমন বায়োলজির ছাত্রী শ্ﷺরীঞ্জিনী?
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ বেঙ্গালুরুর ছাত্রী শ্রীঞ্জিনী বলেন, ‘আমাদের শরীরের ভিতরে 🥃৩৯ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে। অমিতাভ বচ্চন বিষয়টি জানতে পেরে অনেক মজার মজার প্রশ্ন করেন। তিনি বলেন, ’আমার এই যে মানুষের শরীর, এখানে কোষের থেকে বেশি ব্যাকটেরিয়া রয়েছে। ৩৯ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া রয়েছে শরীরে।'
এমন কথায় ঘাবড়ে গিয়ে অমিতাভ পাল্টা প্রশ্ন করেন, ‘কত! কত ব্য়াকটেরিয়া থাকে?’ শ্রীঞ্জিনী বলেন '৩৯ ট্রিলিয়নের মতো। বিলিয়নও নয় ট্রিলিয়ন।' পাল্টা বিগ বি বলেন, ‘এত ব্যাকটেরিয়া আমাদের মধ্যে রয়েছে! এগুলে আমাদের শরীরে থেকে করেটౠা কী!’ শ্রীঞ্জিনী বলেন, ‘আমরাও যেমন বাঁচি, ওরাও ওদের মতো বাঁচে। কিছু করার নেই এখানে! ওরা ওদের বাড়িতে থাকে।’
এমন কথায় সকলেই তখন হাসছেন। মিস্টার বচ্চন তখন কিছুটা মজা করেই বলেন, ‘এমনটাই যদি হবে, কিছুই যদি করবে না, তাহলে আমাদের মধ্যে ঢুকে কী করছে!’ শ্রীঞ্জিনী বলেন, ‘সুন্দর পরিবেশ, তাপমাত্রাও ভালো, জল রয়েছে, তাই দিব্যি আছে।’ ফের বিগ বি বলেন, ‘আমরা কেন ওদেরকে দেখাশোনা করব!’ এরপর উত্তর আসে, ‘আমরা কিছুই করি না, ওদের নিꦐজস্ব কমিউনিটি আছে।’ ফের শাহেশা পাল্টা উদগ্রীব হয়ে বলেন, ‘আমার চাই না, ওদে🐭র বাইরে বের করব কীভাবে?’ এবার উত্তর এল, ‘মারতেই পারেন, তবে ওদের মারতে গেলে নিজেদের কোষগুলিই মরে যাবে।’
এরপর এক্কেবারে চুপ করে যান অমিতাভ বচ্চন। এসব শুনে তাঁর কাছে জবাব দেও🏅য়ার মতো আর কোনও উত্তরও ছিল না।
ꦿআরও পড়ুন-সামনে জুনিয়রไ বচ্চন, HT-র অনুষ্ঠানে অভিষেককে দেখেই বুকে টেনে নিলেন রেখা
তবে পরে শ্রীঞ্জিনী অমিতাভকে বলেন, ‘আমরা যদি পরিষ্🍬কার-পরিচ্ছন্ন জীবনযাপন করি, তাহলে এসব ব্যাকটেরিয়া আমাদের শরীরের তেমন কোনোও ক্ষতি করে না।’ প্রসঙ্গত শ্রীঞ্জিনী মণ্ডল এরাজ্যের কলকাতার বাসিন্দা। এদিন শ্রীঞ্জিনীকে দ্রুত টাইপ করতে দেখে অবাক হয়ে যান শাহেনশা। বিগ বি-র প্রশ্ন, করেন এত দ্রুত কীভাবে টাইপ করেন? ভাল তখন তিনি বলেন, কেভিডের সময় বন্ধুদের সঙ্গে প্রচুর আড্ডা দিতেন, এভাবে অভ্যেস ♑হয়ে গিয়েছে।