বাংলা নিউজ > বায়োস্কোপ > Kumar Sanu-Udit Narayan: ৯০-এর দশকে উদিত নারায়ণ ছিলেন তাঁর শত্রু! মুখ খুললেন কুমার শানু
Kumar Sanu-Udit Narayan: ৯০-এর দশকে উদিত নারায়ণ ছিলেন তাঁর শত্রু! মুখ খুললেন কুমার শানু
1 মিনিটে পড়ুন Updated: 03 Nov 2023, 07:48 AM ISTRanita Goswami
‘যদি আমার সঙ্গে উদিত নারায়ণের শত্রুতার কথা বলেন, তাহলে বলব, সেটা ভুল। উদিত ও আমার বন্ধুত্বই ছিল। আমরা দুজনে খুব শীঘ্রই ট্যুর করতেও যাচ্ছি। আমাদের সুন্দর বন্ধুত্ব আছে, কোনও শত্রুতা নেই। গান নিয়ে সুস্থ প্রতিযোগিতা তৈরি কি আর হয় না! সেটা তো হয়ই।'
উদিত নারায়ণ-কুমার শানু
৮০-৯০-এর দশকে একের পর এক ব্লকবাস্টার গান উপহার দিয়েছেন কুমার শানু ও উদিত নারায়ণ। এই দুই গায়কই ছিলেন সেসময় ভীষণ জনপ্রিয়। তবে সেসময় বলিপ🎶াড়ায় কান পাতলেই শোনা যেত উদিত নারায়ণ ও কুমার শানুর মধ্যে গোপন শত্রুতার কথা। তবে এতদিন পরে এক সাক্ষাৎকারে উদিত নারায়ণের সঙ্গে শত্রুতা নিয়ে মুখ খুলেছেন কুমার শানু।
সম্প্রতি 'বলিউড বাবল'কে দেওয়া সাক্ষাৎকারে উদিত নারায়ণের সঙ্গে তাঁর শত্রুতার যে গুঞ্জন শোনা🍒 যেত, সেকথা অস্বীকার করেন কুমার 🐎শানু। তাঁর দাবি, উদিত নারায়ণের সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না, ছিল সুস্থ প্রতিযোগিতা।
কুমার শানু ไবলেন, ‘যদি আমার সঙ্গে উদিত নারায়ণের শত্রুতার কথা বলেন, তাহলে বলব, সেটা ভুল। উদিত ও আমার বন্ধুত্বই ছিল। আমরা দুজনে খুব শীঘ্রই ট্যুর করতেও যাচ্ছি। আমাদের সুন্দর বন্ধুত্ব আছে, কোনও শত্রুতা নেই। গান নিয়ে সুস্থ প্রতিযোগিতা তৈরি কি আর হয় না! সেটা তো হয়ই। আমি যে সময় এসেছিলাম, সেসময় উদিতজির কয়ামত সে কয়ামত তক দারুণ হিট ছিল। উদিতজি দারুণ গেয়েওছিলেন। ওঁরই বাজার ছিল, তবে সেটা যখন সবে সবে শুরু হয়েছিল, তখন ৮৯এ আশিকি এসে গেল। তো উনি হয়ত ভেবেছিলেন আচ্ছা চলো ঠিকই আছে।' প্রসঙ্গত,আশিকি-র গান গেয়েছিলেন কুমার শানু।