আসছে লহ গৌরাঙ্গের নাম রে। দোল যাত্রার দিন ঘোষিত হল সৃজ🌺িত মুখোপাধ্যায়ের আগামী এই ছবিতে কে কে থাকছেন সেই কথা। আর এই পূণ্য তিথিতেই একফ্রেমেꦅ ধরা দিল গোটা টিম।
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন শাশুড়ি, দিদাকে, শোকের মাঝেই রং খেল🙈ায় মেতে উঠলেন হবু মা অহনা?
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে🔯 প্রেমিকাদের শরীর নিয়ে ‘কুৎসিত’ আলোচনা করেন সায়ন্ত! ফের বিস্ফোরক দাবি দেবচন্দ্রিমার
লহ গৌরাঙ্গের নাম রে ছবির চরিত্রদের ঘোষণা
এদিন একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে আসন্ন ছবির গোটা টিম নিয়ে এদিনের ইভেন্টে প্রবেশ করছেন সৃজিত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন হাজির ছিলেন প্রযোজক রানা সরকার। ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, দর্শনা বণিক, ইশা সাহা, পার্নো মিত্র, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রমুখ। তাঁদের সবারই পরনে সাবেকি পোশাক অর্থাৎ পুরুষদের পরনে পায়জামা পঞ্জাবি, এবং মহিলাদের শাড়ি বা চুড়িদার। কিন্তু এদিন সবার গলায় ঝুলতে দেখা যা🙈য় লহ গৌরাঙ্গের নাম রে লেখা উত্তরীয়। এদিন অনুষ্ঠানে ঢুকতে ঢুকতে শুভশ্রী সহ বাকিরা উপস্থিত সকলকে দোলের শুভেচ্ছা জানান 'হ্যাপি হোলি' বলে।
শুধু তাই নয়, দোলের দিনই প🥃্রকাশ্যে এল লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির প্রথম পোস্টার। এই ছবিতে যে তিনটি সময়কে তুলে ধরা হবে সেটা চৈতন্যদেবের একটি ছবির মাধ্যমে তুলে ধরা𓆏 হয়েছে। সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি শেয়ার করে লেখেন, 'তিনি আসছেন।'
লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির প্রসঙ্গে
লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটবে দিব্যজ্যোতি দত্তের। সকলে তাঁকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য বলেই চেনেন। ⛦এই ছবিতে তিনিই চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে, যেমনটা পার্নো এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বছরের শেষে অর্থা🎶ৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে।
আরও পড়ুন: 'একটা থাপ্পড় লাগিয়ে আꦕসব বাড়ি গিয়ে', কিরণের অভিযোগ খারিজ করতেই সায়ন্তকে জবাব দেবচন্দ্রিমার