কিছুদিন আগে ৫১ বছর বয়সী এক মালায়লি অভিনেত্রী একাধিক অভিনেতা বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। আর সেই অভিনেতাদের মধ্যে ছিলেন বাম বিধায়ক মুকেশও। কিন্তু অভিযোগ করার পরপরই এদিন তিনি সেই অভিযোগ প্রত্যাহার করে নিলেন। জানালেন তাঁকে কেরল সরকার সাহায্য করছে না। এমনকি কোনও নিরাপত্তাও দিচ্ছে না।
আর কী জানিয়েছেন সেই অভিনেত্রী?
অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে অভিনেত্রী যা জানিয়েছেন তাতে তিনি যে রীতিমত কেরল সরকারের দায়িত্বহীনতার দিকে আঙুল তুলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন এই গোটা বিষয়টায় লড়াই করতে গিয়ে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাই আপাতত তিনি আর এই কেস এগিয়ে নিয়ে যেতে চান না। তাঁর করা অভিযোগ প্রত্যাহার করতে চান।
আরও পড়ুন: অস্কারের জন্য '২০১৮' -এর বদলে '১২ ফেল' অনেক বেশি যোগ্য? বিধু বিনোদ বলছেন, 'হলিউডের সবাই বলছে...'
সেই অভিনেত্রী এদিন আরও জানিয়েছেন, তিনি একটি পোসকো কেসও করেছিলেন সেই অভিনেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর। তিনি মানিয়াপিল্লা রাজু, ইদাভেলু বাবুর বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন। কিন্তু সরকার তাঁকে কোনও নিরাপত্তা দেয়নি এই অভিযোগের পর। তাঁর কথায় তিনি বিচার চান। তিনি এদিন আরও বলেন, 'আমি যদি আত্মহত্যা করি তাহলে সরকার সেটার জন্য দায়ী হবে।'
প্রসঙ্গত হেমা কমিটির তরফে এমন একাধিক কেস প্রকাশ্যে আনা হয়েছে। এছাড়া কিছু মাস আগে বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রও দক্ষিণের এক পরিচালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন।
আরও পড়ুন: হুমায়ূন আহমেদের গল্প থেকে ছবি! মানস মুকুলের আগামী ছবিতে মুখ্য ভূমিকায় মিঠুন, নায়িকার চরিত্রে কে?