দীর্ঘদিনের প্রেমিক, অভিনেতা সাহিল ফুলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন জন✨প্রিয় টেলি অভিনেত্রী মেঘা চক্রবর্তী। মেঘার জন্ম ও বড় হওয়া কলকাতায়। তিনি কেরিয়ারও শুরু করেছিলেন এই বাংলাতেই। 'যত হাসি তত রান্না', বাংলা টেলিভিশনের এই শো দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন মেঘা। এরপর পাড়ি দেন মুম্বইতে। সেখানে 'বড়ি দেবরানি' সিরিয়ালে বড় ব্রেক পান বাংলার এই মেয়ে। এবার মুম্বইতেই ব্যক্তিগত জীবনেও বড় পদক্ষেপ নিতে চলেছেন অভিনেত্রী মেঘা চক্রবর্তী।
নতুন বছরেই (২০২৫) সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মেঘা। পাত্র অভিনেতা সাহিল ফুল। জান♚া যাচ্ছে, সনাতন রীতি মেনেই ফেব্রুয়ারিতেই বিয়েটা করতে চলেছেন সাহিল ও মেঘা। ইতিমধ্যেই দুজনের পরিবারে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি। মেঘা-সাহিলের সম্পর্কের কথা অবশ্য এতদিনে অনেকেরই জানা। প্রায়দিনই দিওয়ালি থেকে হোলি, একসঙ্গে সেলিব্রেট করার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তাঁরা। মেঘা ও সাহিল এই জুটিকে অনুরাগীরা ভালোবেসে 'মোহিল' বলে ডেকে থাকেন। তাঁরা একসঙ্গে একটা প্রযোজনা সংস্থাও খুলেছেন, যার নাম ‘মিসম্যানেজড কোম্পানি’। আবার তাঁদের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

আরও পড়ুন-'খ🧔াদান' হিট, এরই মাঝে দেব-যিশু-ইধিকাদের নিয়ে মুখ খুললেন পরিচালক, কী এমন বললেন সুজিত?
মেꦦঘা চক্রবর্তী ও সাহিল ফুল প্রথম একসঙ্গে 'কাতেলাল অ্যান্ড সন্স'-এ কাজ করেছিলেন। সেই সিরিয়ালের সেটেই তাঁদের অন-স্ক্রিন রোম্যান্স বাস্তব-জীবনেও কাছাকাছি আনে। পরে মেঘা 'বড়ি দেবরানি', 'পেশওয়া বাজিরাও', 'কৃষ্ণ চালি ল﷽ন্ডন', 'ইমলি' এবং আরও অনেক জনপ্রিয় হিন্দি শোতেও অভিনয় করেছেন।
সাহিল ফুল তাঁর কেরিয়া 'পিয🥂়া রংরেজ', 'হাইওয়ান', ‘উত্তরণ’ 'সুহাগন' সহ আরও অনেক শোয়ে কাজ করেছেন। যদিও মেঘা চক্রবর্তী ও সাহিল ফুল তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আলাদা করে কখনও স্বীকার করেননি, আবার অস্বীকারও করেননি। তবে তাঁদের বিয়ের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ💫্যে চর্চা শুরু হয়েছে। তাঁরা আনুষ্ঠানিকভাবে এখনও নিজেদের বিয়ের কথা জানাননি।