একটা সময় বাঙালির দিন শুরু হত রেডিয়োতে মীরের কন্ঠস্বর শুনে। কিন্তু আপতত রেডিও ছেড়েছেন মীর, শুরু করেছেন ‘গপ্পো’র ঠেক। তাতেও এসেছে সাফল্য। আসলে প্রত্যেক ভূমিকাতেই সাবলীল মীর আফসার আলি। সোশ্যাল মিডিয়াতে হামেশাই মজাদার কনটেন্ট তৈরি করতে ওস্তাদ মীর। নিজের মা-এর সঙ্গে প্রায়শয়ই খুনসুটিতে ভরা ভিডিয়ো আপলোড করে থাকেন তিনি। এবার অনুরাগীদের পরিচয় করালেন তাঁর আরেক মায়ের সাথে। আরও পড়ুন-পরকীয়া, লিভ ইন পেরিয়ে ৫৯-তে ২য় বার গাঁটছড়া! সামনে এল স্নেহাশিস-অর্পিতার বিয়ের প্রথম ছবি
২১শে জুলাই মীরের জীবনের খুব বিশেষ মানুষের জন্মদিন। তিনি আর কেউ নন, মীরের শাশুড়িমা। এই দিনটাই শাশুড়ির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আদর্শ দিন হিসাবে বাছলেন মীর। আক্ষেপের সুরেই জানালেন, গোটা দুনিয়াকে গপ্পো পাঠ করে শোনালেও, শাশুড়ির সঙ্গে গল্প করার ফুরসৎ জোগাড় করতে পারেন না তিনি।
মীর লেখেন, ‘সারা দুনিয়াকে গপ্পো শোনায় যে ছেলেটি, আপনি তাকে জামাই না, ছেলে বলে ডাকেন। আপনার মেয়ে পর্যন্ত হিংসে করে আমায়। কিন্তু ওই যেটা বলছিলাম… সবাইকে গপ্পো শোনায় যে, তার কাছে আপনার পাশে বসে গপ্পো করার ফুরসত জোটে না। জোটে আজকের মত কিছু স্পেশাল দিন। সরি মা…আমি এই বছর নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব, শুভ জন্মদিন’।
মীরের শেয়ার করা ছবিতে লাল গোলাপের তোড়া হাতে পোজ দিতে দেখা গেল তাঁর মিষ্টি শাশুড়ি মাকে। সঙ্গে সুযোগ পেয়ে বউয়ের নামেও নালিশ ঠুকে দিলেন, মীরের দাবি স্ত্রী, সোমা নাকি তাঁকে হিংসে করে কারণ জামাই হয়ে ছেলের ভালোবাসা পান তিনি।
২৭ বছর আগে ভালোবাসে সোমা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন মীর। মেয়েকে নিয়ে সুখী সংসার দম্পতির। মাঝে ঝড়ঝাপটা এসেছে, নামী নায়িকার সঙ্গে মীরের সম্পর্কের গুঞ্জনও কানে এসেছে। তবে সব গুজব ফুৎকারে উড়িয়ে পরস্পরের হাত শক্ত করে ধরে রেখেছেন তাঁরা। ধর্মের বেড়াজাল কোনওদিন বাধা হয়নি তাঁদের সম্পর্কে।
১৯৯৭ সালের ১৬ মে বিয়ে করেন মীর। দেখতে দেখতে পেরিয়ে এসেছেন ২৭ বছর। মীর-পত্নী পেশায় ডাক্তার। রেডিয়োতে কাজের সূত্রেই মীরের সঙ্গে আলাপ হয় সোমার। তিনি ছাত্রী ছিলেন নীল রতন সরকার মেডিক্যাল কলেজের। মীরের শো শুনে ফ্যান লেটার লেখেন সোমা। সেটি রেডিয়োতে পড়েও শোনান ‘সকালম্যান’। এরপর একটি টিকিট উপহার দেওয়া হয় সোমাকে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালের। সেখানে গিয়ে মুখোমুখি দুজনে। তারপর শুরু প্রেমের কাহিনি। প্রথমে রেজিস্ট্রি, আর তারপর হিন্দু মতেই বিয়ে করেছিলেন সোমা আর মীর। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম মুসকান। তাঁকে ঘিরেই মীর আর সোমার গোটা জগত।