কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে প্রথমবারের জন্য হাঁটলেন জাহ্নবী কাপুর। এত আনন্দের মাঝেই মনের কোণে জমেছে অন্ধকার, কারণ সঙ্গে নেই মা। তাই অভিনেত্রী তথা মা শ্রীদেবীর বড় অভাব অনুভব করছিলেন নায়িকা। তবে জানলে অবাক হবে এই কানই ছিল শ্রীদেবীর পছন্দের হলিডে ডেস্টিনেশন! এমন টাই জানালেন জাহ্নবী। তিনি আরও জানান যে, তাঁকে ছাড়া ফরাসি রিভেরায়ায় আসতে খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল নায়িকার।
ভোগ ইন্ডিয়ার গেট রেডি উইথ মি সেগমেন্টে কানে তার মায়ের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করে না না কথা ভাগ করে নেন অভিনেত্রী। এর ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্টও করা হয়।
জাহ্নবী বলেন, ‘এই জায়গাটা আমার মায়ের সবচেয়ে প্রিয় হলিডে ডেস্টিনেশন ছিল। আমরা টানা ৩-৪টা গ্রীষ্ম এখানে কাটিয়েছি... পরিবারের সঙ্গে। আমাদের জন্য এটা একটা বিরাট ব্যাপার ছিল। প্রতিবারই মা কিছু না কিছু করতেন, প্রতিবারই তিনি কোনও পুরস্কার পেতেন, অথবা ওঁর সিনেমা প্রদর্শিত হত... আমার মনে আছে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে ইংলিশ ভিংলিশের প্রিমিয়ার হয়েছিল... জীবনের এই সব বড় মুহূর্তগুলো এখানে কেটেছে। আমরা পুরো পরিবার একসঙ্গে থাকতাম এবং একসঙ্গে সেগুলো উপভোগ করতাম, উদযাপন করতাম।’
আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় গাড়ি এসে ধাক্কা দিল সোনু নিগমকে! অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন গায়ক
তিনি আরও বলেন, ‘আমরা আবার কানে ফিরে এসেছি। আমার বাবা (বনি কাপুর) এবং খুশি আমার সঙ্গে আছে... মাকে ছাড়া এখানে ফিরে আসাটা অদ্ভুত কারণ তিনি সবসময় আমাকে ওঁর সব আনন্দের মুহূর্তগুলোতে সঙ্গে রাখতেন। আমি মাকে সত্যি খুব মিস করি।’
প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে কানের রেড কার্পেটে দেখা মেলে জাহ্নবীর। সেখানে তিনি তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। তাহিলিয়ানির ডিজাইন করা একটি গোলাপী রঙের পোশাক পরেছিলেন নায়িকা। পোশাকটিতে একটি ওড়না ছিল যা তাঁর খোঁপাকে ঢেকে রেখেছিল। তিনি লুকটি সম্পূর্ণ করার জন্য মুক্তোর গয়না বেছে নিয়েছিলেন।