বাংলা নিউজ > বায়োস্কোপ > Soumitrisha-Christmas: ক্রিসমাসের সকালে খেয়েছেন বিরিয়ানি, তবে বিকেলে ‘দেবদা’র পার্টিতে সৌমিতৃষা
পরবর্তী খবর
Soumitrisha-Christmas: ক্রিসমাসের সকালে খেয়েছেন বিরিয়ানি, তবে বিকেলে ‘দেবদা’র পার্টিতে সৌমিতৃষা
1 মিনিটে পড়ুন Updated: 26 Dec 2023, 09:44 AM ISTRanita Goswami
সৌমতৃষার কথায়, ‘এবার ক্রিসমাসটা আমার কাছে একটু বেশিই স্পেশাল। ছোট থেকে যার জন্মদিন শুধু ফেসবুকে দেখেছি, ডায়েরিতে যার ছবি জমিয়েছি, এবার তারই জন্মদিনে আমি সামিল। দেবদার কেক কাটার সময় আমি থাকব।’
সৌমিতৃষার ক্রিসমাস
আম আদমি থেকে তারকা, কমবেশি সকলেই ক্রিসমাসের উদযাপনে মেতে ওঠেন। ক্রিসমাস সেলিব্রেশনের মজাই আলাদা। এবার ক্রিসমাসটা ভীষণইভাবেই 'স্পেশাল' দেবের নতুন নায়িকা সৌমিতৃষা কুণ্ডুর কাছে। আর হবে নাই বা কেন! এবার ক্রিসমাসে মুক্তি পেয়েছে 'মিঠাইরানি' সৌমিতৃষার প্রথম ছবি 'প্রধান'।
অভিনেত্রী সৌমিতৃষা এবিপিকে জানান, ছোট থেকেই ক্রিসমাসটা তাঁর কাছে স্পেশাল। এই সময়টা বাবার কাছে তিনি ছোটবেলায় নানান কিছু আবদার করতেন। তবে এবার ক্রিসমাস আরও স্পেশাল। কারণ, ছোট থেকে যাঁকে হিরো হিসাবে দূর থেকে পর্দায় দেখেছেন, যাঁর ছবি ডায়েরির পাতায় জমিয়ে রেখেছেন। এবার তিনি তাঁরই নায়িকা।