মোহনা মাইতি ছোট পর্দার অতি চেনা মুখ। ড্যান্স বাংলা থেকে ড্যান্স থেকে এসে অল্প দিনেই অভিনেত্র🔴ী হিসেবে নজর কেড়েছেন। গৌরী এলো ছিল তাঁর প্রথম ধার🎃াবাহিক। সেই ধারাবাহিক চূড়ান্ত সফল হওয়ার পর তাঁকে দেখা যায় কে প্রথম কাছে এসেছিতে। সেই ধারাবাহিকে তিনি সিঙ্গল মাদারের চরিত্রে অভিনয় করেন। কিন্তু বেশি দিন চলেনি সেই মেগা। এবার জানা গেল তিনি নতুন কাজ নিয়ে কামব্যাক করতে চলেছেন।
মোহনা মাইতির নতুন মেগা
কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকটি শেষ হওয়ার পর মোহনার অনুরাগীরা মুখিয়ে ছিলেন তাঁকে আবারও ছোট পর্দায় দেখার জন্য। এবার 𒀰বছরের প্রায় শুরুর দিকেই এল সেই সুখবর। হ্যাঁ, ছোট পর্দা, তাও জি বাংলার পর্দাতেই নতুন সিরিয়াল নিয়ে আসছেন তিনি। তাঁর বিপরীতে স𒈔েখানে দেখা যাবে রুবেল দাসকে। অর্থাৎ নিম ফুলের মধুর সৃজন বা বাবুকে।
ফলে যদি সত্যিই রুবেলকে এই ধারাবাহিকে জল্পনা অনুযায়ী দেখা যায় তাহলে বাংলার ছোট পর্দা একেবারে একটি নতুন জুটি পেতে চলেছে।🌸 তবে বর্তমানে রুবেল দাসকে নিম ফুলের মধু ধারাবাহিকে দেখা যাচ্ছে। যদিও জানা গিয়েছে সেই ধারাবাহিক শীঘ্রই শেষ হতে চলেছে। ফলে যাঁরা রুবেল অনুরাগী তাঁদের মন খারাপ করার মতো কিছুই হয়নি। তিনি নিম ফুলের মধ♔ু শেষ হলেও নিয়মিত পর্দায় ধরা দেবেনই। জানা গিয়েছে এই আসন্ন ধারাবাহিকটি আনছে শ্রীজিৎ রায় এবং শৌভিকের প্রযোজনা সংস্থা।
প্রসঙ্গত এদিন জি বাংলার তরফে তাদের আরেক নতুন মেগার ঝলক 𒊎প্𒉰রকাশ্যে আনা হয়েছে। মানালি মনীষা দে-কে সেই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। সঙ্গে থাকবে মোহনার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের অনস্ক্রিন মেয়ে রাধিকা কর্মকার। থাকবেন রাহুল বসু, কন্যাকুমারী মুখোপাধ্যায়, প্রমুখ। সেই সিরিয়ালের নাম দুগ্গামণি ও বাঘ মামা।