জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহেতা কা উলটা চশমা’র অনেক চরিত্র দর্শকদের মনে এখনও তাজা রয়েছে। ধারাবাহিকের চরিত্রগুলোর ববিতা জি দারুণ জনপ্রিয় দর্শকদের কাছে। ববিতা জি ওরফে মুনমুন দত্ত তাঁর চরিত্রের জন্য দর্শকদের কাছে প্রচুর সমাদর পেয়েছেন। ববি♛তা জি’র চরিত্রে অভিনয় করতে গিয়ে চরিত্রের সঙ্গে মিলেম𝐆িশে গিয়েছেন অভিনেত্রী নিজে।
অভিনেত্রী মুনমুন সামাজিক মাধ্যমে বেশ স꧅ক্রিয়। তাঁর অনুরাগীর সংখ্যা ৬০ লক্ষ পেরিয়েছে। কখনও মেকআপ টিউটোরিয়াল, কখনও রিল ভিডিও আবার কখনও বোল্ড ছবি দিয়ে নজর কাড়েন দর্শকের। এবার ইনস্টাগ্রামে ‘জুগনু চ্যালেঞ্জ’ নিলেন ববিতা জি। টপ-হট প্যান্ট পরে আগুন ঝরানো রিল ভিডিয়ো শেয়ার করলেন নেটমাধ্যমে। চোখ ফেরানোই দায় এই বাঙালি অভিনেত্রীর থেকে।
‘হলিডে’, ‘মুম্বই এক্সপ্রেস’-এর মতো ছবিতে অভিনয় করেছেন মুনমুন দত্ত। যদিও ‘তারক মেহতা’ ধারাবাহিকই তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছতে সাহায্য করেছে। অভিনেত্রীর এই ইনস্টা রিল হু হু করে ভাইরাল⛎ হয়েছে নেটমাধ্যমে।