পাপারাৎজিদের উপর হঠাৎই রেগে আগুন ‘তারক মেহেতা কা উল্টা চশমা’খ্যাত ববিতাজি ওরফে মুনমুন দত্ত। সম্প্রতি অ্যাওয়ার্ড শো-তে মিডিয়ার সঙ্গে কথাপ্রসঙ্গে ‘বেহুদা♊’ (অসভ্য) মন্তব্য করার জন্য একপ্রকার ধুইয়ে দিলেন তিনি সেখানে উপস্থিত সকলকে।
সামনে থাকা মিডিয়ার দিকে তাকিয়ে মুনমুন বলে ওঠেন, ‘আর ওই যে যারা পিছন থেকে কমেন্ট করে যা পরে ওঁদের ভিডিয়োতে শোনা যায়, ওরাও যেন কমেন্টস করা বন্ধ করে দেয়।’ তিনি আরও বলেন, ‘বেহুদা (অসভ্য) যারা পিছন থেকে মন্ত🌌ব্য করে, ওই কমিউনিটিই এমন হয়ে গ🐽িয়েছে আজকাল।’
মুনমুনে♑র সঙ্গে সহমত পোষণ করেছেন নেটপাড়ার একটা বড় অংশ। একজন লিখেছেন, ‘এটা একদম ঠ꧟িক বলেছে। আজকাল কেউ কাউকে সম্মান করে না।’ আরেকজন লিখেছেন, ‘এরকমই হয়। সেলবদের চারপাশ থেকে পাপারাৎজিরা নানা মন্তব্য করে, মাঝে মাঝে খারাপ কথাও বলে সেই তারকার নামে যার ছবিই তুলতে এসেছে। আর ভিডিয়োতে সবটাই শোনা যায়।’
স♉েই ২০০৮ সাল থেকে তারক মেহেতায় কাজ করছেন মুনমুন। ইতিমধ্যেই এই ধারাবাহিকের বয়স ১৪ বছর, ৩৩০০ এপিসোড। প্রয়াত অভিনেতা তারক মেহেতার চিত্রলেখা ম্যাগাজিনে লেখা বিখ্যাত কলমের উপর ভিত্তি করেই শুরু হয়েছিল এই মেগার কাজ।
প্রসঙ্গত, শুধু মুনমুন নয় নেট-দুনিয়ার আরেক সেনসেশন উরফি জাভেদও এর আগে একবার 🥀পাপারাৎজিদের উপর রাগ দেখিয়েছিল তাঁর পোশাক নিয়ে করা ‘অপমানকর মন্তব্য’র কারণে। পরে ক্ꦓষমাও চেয়েছিলেন সেই সাংবাদিকরা।
সিআইডি, ইন্ডিয়ান আইডল ১০, ইন্ডিয়াজ বেস্ট ডান্সার,📖 কৌন বনেগা ক্রড়োরপতি ১৩, বিগ বস ১৫, খতরা খতরা শো-তে দেখা মিলেছে মুনমুনের। মুম্বই এক্সপ্রেস, হলিডে-র🎃 মতো ছবিতেও কাজ করেছেন মুনমুন।