জল্পনাই সত্যি, রু⛦বেলকে দেখেই 'তুই আমার হিরো' বলে গান ধরলেন মোহনা মাইতি! বৃহস্পতিবার সন্ধ্যে থেকে তাই নেটপাড়ায় শোরগোল। অনেকেই ভাবছেন, কিছুদিন আগেই তো শ্বেতাকে বিয়ে করলেন রুবেল দাস। মোহনা আবার কোথা থেকে এলেন?
আসলে এই গল্পে টুইস্ট আছে।ꦫ জল্পনা সত্যি করেই জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। যার নাম 'তুই আমার হিরো'। আর সেই গল্পের নায়ক রুবেল, আর সেখানে তাঁর নায়িকা শ্বেতা বা পল্লবী নয়, থাকছেন মোহনা। ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার চ্যানেলের সোশ্যাল মিডিয়াতে♏ই সেই নতুন সিরিয়াল 'তুই আমার হিরো'-র প্রমো উঠে এসেছে। যার ক্যাপশানে লেখা হয়েছে, ‘এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক - তুই আমার HERO!’
আরও পড়ুন-‘বিয়ে করেছিꦫ ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ আগে কখনও ওঠেনি’, এখন কি বদলেছে সোনাক্ষীর জীবন
আসলে সবই TRP-র খেলা। টেলি দুনিয়ায় টিকে থাকার লড়াইয়ে এই টিআরপি-ই সকলের ভাগ্য নির্ধারণ করে দেয়। শুরু হ🌊ওয়ার পর থেকেই টিআরপি তালিকায় টপ 10-এ ছিল ‘নিম ফুলের মধু’। তবে সম্প্রতিক সময়ে বহুদিন ধরেই🥂 TRP-তে বেশ পিছিয়ে পড়ে রুবেল-পল্লবীর এই ধারাবাহিক। তাতেই চ্য়ানেল কর্তৃপক্ষ এই সিরিয়ালটি-কে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। যদিও অনেকেই মনে করেন এই সিরিয়ালের স্লট বদলের কারণেই TRP পড়ে গিয়েছিল। একসময় রাত-৮টায় সম্প্রচারিত হত ‘নিম ফুলের মধু’। পরে নতুন সিরিয়াল 'পরিণীতা'কে জায়গা করে দিতে এই ধারাবাহিককে সন্ধ্যে ৬টায় আনা হয়। আর এরপরই ধীরে ধীরে পড়তে থাকে নিম ফুলের মধু-র TRP। অগত্যা তাই দর্শক দরবার থেকে বিদায় নিতেই হচ্ছে এই ধারাবাহিককে।
ঘটনাচক্রে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারই রয়েছে নিম ফুলের মধু-র শেষ দিনের শ্যুটিং। আর আজই (বৃহস্পতিবার) সামনে আনা হল রুবেলের নতুন সিরিয়ালের ঝলক। যদিও রুবেল দাস অবশ্য কিছুদিন আগেই (২১ ফেব্রুয়ারি) শ্য😼ুটিং শেষ করেছেন। তবে রুবেলের এই দুটি সিরিয়ালই একই চ্যানেলের, পরিচালকও এক, শ্রীজিৎ রায়। তাই 'সৃজন'কে হারালেও তাঁকেই আবার নতুন রূপে ফিরে পেতে চলেছেন জি বাংলার দর্শকরা।