ভালোবাসাটাই আসল। জাতি,ধর্ম বা ধনী-গবীরের ব্যবধানটা ভালোবাসার কাছে এক্কেবারে তুচ্ছ। ছোট থেকে মনেপ্রাণে এটা বিশ্বাস করেই বড়ো হয়েছেন নুসরত জাহান। তাই তো দুর্গাপুজো হোক বা ইদ কিংবা ক্রিসমাস-সব উত্সবেই তিনি সামিল হন। তথাকথিত ধর্মের ধ্বজাধারীদের কোনওদিনই পাত্তা দেন নি এই তারকা সাংসদ। কারণ ‘আমি আমার মতো’-এই ফান্ডাতেই বিশ্বাসী নুসরত। সত্যিই তিনি সকলের থেকে আলাদা! ফের একবার নুসরতের মানবিক মুখ সামনে এল।
সন্ধ্যেবেলা রাস্তার ধারে বেলুন বিক্রি করছিল দেড় বছরের এক শিশু। গাড়ি থেকে সেই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারেন নি অভিনেত্রী। রাস্তায় নেমে কোলে তুলে নেন সেই একরত্তিকে। এই মুহুর্তে নেটদুনিয়ায় ভাইরাল সেই ছবি। ফুটপাতে বসে শিশুটির গালে স্নেহচুম্বনও করেন বরিসহাটের তৃণমূল সাংসদ।
খুদের সঙ্গে ছবিগুলো শেয়ার করে ইন্সটাগ্রামের দেওয়ালে নায়িকা লেখেন, ক্যাপশনে লেখেন, ' আমার সপ্তাহের শেষটা আরও সুন্দর হয়ে গেল। দেড় বছরের শিশুটি বেলুন বিক্রি করছিল.. বেলুনগুলোর থেকে নিঃসন্দেহে ও বেশি রঙিন!’
কোনওদিনই ইমেজ সচেতন তারকা নন নুসরত। এই ছবিগুলোও সেটাই আবারও প্রমাণ করেদিল।
খুশি ভাগ করে নিলে আরও বেড়ে যায়, এই কথাতেই বিশ্বাসী নুসরত। দুর্গাপুজো এবং দিওয়ালিতে নিজের এলাকার মানুষদের বস্ত্রবিতরণ করতে দেখা গেছে নুসরত এবং তাঁর স্বামী নিখিল জৈনকে।
জুন মাসেই স্বপ্নের বিয়ে সেরেছেন নায়িকা। একদিকে গুছিয়ে সংসার করছেন, অন্যদিকে নিজের সংসদ এলাকার দায়িত্বও সামলাচ্ছেন নুসরত। আপতত সংসদের অধিবেশন যোগ দিতে দিল্লিতেই রয়েছেন নুসরত।
কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়িকা, তবে সুস্থ হয়েই এখন পুরোদমে কাজের ময়দানে। মুক্তির অপেক্ষায় রয়েছেন তাঁর পরবর্তী ছবি 'অসুর'। নতুন বছরে মুক্তি পাবে এই ছবি। যেখানে জিত এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেবেন নুসরত জাহান।