পলক তিওয়ারি বিনোদন জগতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন। বিখ্যাত অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে তিনি। কসৌটি জিন্দেগি কি ধারাবাহিকে প্রেরণা-র চরিত্রে শ্বে🤪তার অভিনয় আইকনিক। সম্প্রতি তাঁর মেয়ে পলককে গানের ভিডিয়ো বিজলি বিজলিতে হার্ডি সান্ধুর সঙ্গে দেখা গিয়েছে। কাজ༺ করেছেন সলমন খানের সঙ্গে কিসি কা ভাই কিসি কি জান-এও। সোশ্যাল মিডিয়াতেও খুব অ্যাক্টিভ পলক। তবে এসবের মাঝেও, বারবার তাঁর তুলনা চলে মা শ্বেতা তিওয়ারির সঙ্গে। সম্প্রতি, এক সাক্ষাৎকারে পলককে বলতে শোনা গেল যে, তিনি তার মায়ের সবচেয়ে বড় ভক্ত।
মা শ্বেতা তিওয়ারির সঙ্গ🌟ে তুলনা সম্পর্কে বলতে গিয়ে পলক বলেন, ‘আমার মনে হয় না এটা♍ কোন সমস্যার কারণ। কেউ কী বা বলতে পারে! আপনি যদি আমাকে বলেন, আমি আমার মায়ের মতো সুন্দর নই, তাহলে বলব, আমি জানি। আমি মনে করি আমার মা-ই সবচেয়ে সুন্দরী।’
আরও পড়ুন: সায়ন্তর সঙ্গে বিচ্ছেদের ১ ব𒈔ছর! ‘সুস্থ প্রেমিক’ পেয়েছꦆেন প্রিয়াঙ্কা, খোঁজ দিল দাদা
তিনি আরও যোগ কর🌳েছেন, ‘আমি আমার মায়ের সবচেয়ে বড় ভক্ত। তাই আপনি আমাকে কী বলবেন? আপনি বলতে পারেন যে আমি আমার মতো একজন অভিনয় পারি না। অবশ্যই, মাত্র দুই বছর আমি এসেছি ইন্ডাস্ট্রিতে। আমাকে আরও সময় দিন🐎। আমি মনে করি না যে তারা আর কিছু বলে খারাপ।’
আরও পড়ুন: স্ট্রোক ডালহৌসিতে পাইস হোটেল চালানো নন্দিনীর, বন্ধ🐓 হয় দোকানে আসা, এখন কেমন আছেন?
সঙ্গে শ্বেতার প্রশংসার সুরে পলক বলে ওঠেন, ‘আমি খুব খুশি যে, আমি মায়ের কাছ থেকে এত কিছু শিখতে পারছি, শুধু অভিনয় নয়। তিনি একজন সাজানো মহিলা, আমি শিখতে চাই কীভাবে তার থেকে একজন গোছানো, আত্মবিশ্ব🥃াসী মহিলা হওয়া যায়।’
আরও পড়ুন: মেয়ের সব দায়িত্ব ‘সিঙ্গেল ফ🔯াদার’ অভিষেকের কাঁধে, চুল বেঁধে পাঠালেন স্কুলে, সামনে এল ছবি
পলক আপাতত ইব্রাহিম আলি খানের সঙ্গে সম্পর্কে আছেন বলে খবর। সইফ আলি খান ও অমৃতা সিং-এর ছেলে, সারা আলি খানের ভাই 🍌এখনও অভিনেতা হিসেবে ডেবিউ করেনি। তবে রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাতে তিনি সহ-পরিচালক ছিলেন করণ জোহরের। বিগত ১ বছর ধরে একাধꦅিক সময় একসঙ্গে দেখা গিয়েছে পলক আর ইব্রাহিমকে। যদিও দু তরফের কেউই এই সম্পর্কে শিলমোহর লাগাননি।