শীতের দুপুর,𒉰 বাড়ির ছাদ আর বই, এ আমাদের অনেকেরই শৈশবের স্মৃতির সঙ্গেই মিলে মিশে রয়েছে। বৃহস্পতিবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শীতের দুপুরের সঙ্গে বাড়ির ছাদে আলগোছে লেগে থাকা এমনই কিছু স্মৃতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভ🐼িনেত্রী পাওলি দাম।
৩০ জানুয়ারি, বইমেলার SBI অডিটোরিয়ামে ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত 'ছাদ' ছবির পোস্টার ও ট্রেলার মুক্তি পায়। সেই সঙ্গে ছবির সঙ্গে জুড়ে থানা শিল্পীরা ছাদ ঘিরে থাকা তাঁদের নানা স্মৃতির কথা সকলে সঙ্গে ভাগ করে নেন। ছবির কেন্দ্রীয় অভিনেত্রী পাওলি বলেন, অনেকদিনের অপেক্ষার পর অবশেষে 'ছাদ' মুক্তি পাচ্ছে। আর বইমেলায় ছাদ-এর পোস্টার সামনে এল তাই বেশ ভালোই লাগছে। আর এরপরেই তিনি জানান, ছাদের সঙ্🦋গে তাঁর শৈশবের অনেক স্মৃতি রয়েছে। পাওলি বলেন, ছাদ বা বারান্দা তাঁর কাছে স্বাধীনতার প্রতীক। তাঁর কথায়, ‘ছোটবেলায় ছাদে লুকোচুরি খেলতাম। বড়দের প্রেমের গল্পও লুকিয়ে ছাদেই পড়েছি। ছাদের অনেক গোপন কথা রয়েছে।’
আরও পড়ুন-মুসলিমকে বিয়ে করেও ধর্মান্তরিত হননি দেবলীনা, এবার সামনে এল 'গোপী꧅ বহু'র ছেলের🐼 নাম
আরও পড়ুনꦆ-'এ আর রহমান মোটেও দারুণ গায়ক নন, উনি নিজেও…', বলছেন সো൲নু নিগম
অভিনেতা রণজয় বিষ্ণুর কথায়, বর্তমান সময়ে ছাদের পরিসর ক্রমাগত ছোট হয়ে আসছে। রণজয় বলেন, তিনি মধ্যমগ্রামের ছেলে, সেই বাড়ির ছ🏅াদ তাঁর ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমন জুড়ে রয়েছে। মজা করে বলেন, এই ছবির শ্যুটিং করতে গিয়ে পরিচালকের বকাও খেয়েছেন তিনি। তবে পাওলি দামের সঙ্গে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য ‘ছাদ’ পরিচালক ইন্দ্রাণী ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।
জানা যাচ্ছে, 'ছাদ' ছবিটি এক লেখিকার গল্প। তাই এই ছবির পোস্টার ট্রেলার বইমেলায় রিলিজ করা হল। বৃহস্পতিবার বইমেলায় আয়োজিত 'ছাদ'-এর পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বু𓂃কসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশুশেখর দে। ছিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক ইন্দ্রাণী চক্রবর্তী। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে পাওলি দাম পরে এসেছিলেন নীলচে ধূসর রঙের একটা জামদানি শাড়ি। আর রণজয় পরেছিলেন নীল জিন্সের উপর সাদা পাঞ্জাবি, উপরে ছিল একটা নীল জ্যাকেট।