সম্প্রতি কুণাল ঘোষ একটি পোস্টে টলিউডের শিল্পীদের কটাক্ষ করেছেন যে তাঁরা বাংলা বিরোধী বা বাংলার ভাবমূর্তি নষ্ট হয় এমন ছবি বানানো হলো তার বিরোধিতা করেন না। এমনকি বলিউডে যেমন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি তৈরি হয়, এখানে সেটা হয় না। তিনি আসলে দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল ছবিটির বিরোধিতা করেছেন। কুণালের আফসোস এই ছবিটির বিরোধিতা করে ♍বাংলার হয়ে প্রচার করবে এমন কোনও ছবি তৈরি করে না টলিউড। এবার সেটার জবাব দিলেন পরমব্রত।
কী জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়?
পরমব্রত চট্টোপাধ্যায় কুণাল ঘোষের কিছু বক্তব্যকে সম🉐র্থন করেছেন। আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'এটা সত্যিই ঠিক যে পশ্চিমবঙ্গকে নিয়ে উত্তর ভারতে বেশ কিছু ভুল ধারণা ছড়ানো হয় আর সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই। আমি নিজে সেটার প্রমাণ দেখেছি। হয়তো কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সামাজিক বৈচিত্র্য এবং দীর্ঘ রাজনৈতিক বিরোধিতার ইতিহাস এটার নেপথ্যে। বাংলার অপপ্রচার করে বেশ কিছু ছবি বানানো হয়। কিন্তু সেগুলো আটকে আপনারাই সেগুলোকে পাত্তা দিয়ে ফেলেন।'
তবে একই সঙ্গে বলিউডে রা💧জনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছবি তৈরি হলে বলে এখানেও তেমনটা করতে হবে সেটা জরুরি নয় বলেই পরমের মত। অভিনেতার কথায়, 'মুম্বইয়ের অনেকেই পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে শাসকদলের হয়ে নির্লজ্জ ভাবে প্রোপাগান𒉰্ডা মূলক ছবি তৈরি করেন। কিন্তু এতে তাঁদেরই শিল্পীর সম্মান নষ্ট হয়। আপনিও কি চাইছেন আপনার দলের লোকজন একই কাজ করুক?'
তিনি এদিন আরও বলেন, 'সিনেমার জগতে এমনই রাজনৈতিক রঙে রঙিন হ💧য়ে গিয়েছে। তাতে হচ্ছে না? এবার ﷽এটাও করতে চাইছেন?'
কী লিখেছিলেন কুণাল ঘোষ?
কুণাল ঘোষ কিছুদিন আগে দ্য ডায়রি অব ওয়েস্ট বেঙ্গল ছবিটির বিরোধিতা করে লিখেছিলেন, 'এই যে এবার বাংলাকে কুৎসিত আক্রমণ করে ছবি আসছে, সারা দেশে/বিদেশে বাংলার ইমেজ খারাপ করার চক্রান্ত, এঁরা জানেন না? অথচ এঁরা তার পাল্টা কিছু করবেন না, করতে চাইবেন না। এঁদের কেউ কেউ আন্তরিক। বাকি ক্ষমতাশালী তারকাদের নওিয়ে দল ভাবুক।'