রাজস্থানে মনোমুগ্ধকর রাজকীয় বিয়ের অনুষ্ঠান সেরেছেন পরিণীতি চোপড়া। এই বছরের ব্রাইডাল ফ্যাশন অনুপ্রেরণার থেকে কম ছিল না অভিনেত্রীর বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর্ব মিটিয়ে এবার কাজে ফিরেছেন অভিনেত্রী। বিয়ের দিনের মতোই সম্প্রতি ল্যাক♒মে ফ্য়াশন উইকে প্যাস্টেল রঙের পোশাকে দেখা মেলে পরিণীতির।
ভারতীয় ডিজাইন লেবেল ফাবিয়ানার হয়ে ব়্যাম্পে হেঁটেছেন পরিণীতি। আইভরি রঙের শাড়ির সঙ্গে একটি কেপ বহন করেছেন। উত্সব মরসুমের ফিউশন জাদু যোগ ছিল তার পোশাকের মধ্যে। এ দিন পরিণীতির পোশাকের সঙ্গে সবথেকে বেশি আকর্ষণীয় ছিল তাঁর কপালের চওড়া সিঁদুর, হাতের চূড়া। মাল্টি-লেয়ার নেকলেস পরা পরিণীতির থেকে চোখ সরছিল না দর্শকদের। আরও পড়ুন: অফ-শোল্ডার গাউনে ছবি পোস্ট করেছেন, ২💎৬-এর জন্মদিন কেমন𝓀 কাটল সচিন কন্যা সারার
মাস চারেক আগে মুম্বইতে যখন এক রেস্তোরাঁর বাইরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল, তখন থেকেই পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা জ♕ুটি ঝড় তুলেছিল অনুরাগী হৃদয়ে। রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় জুটির। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রার পোশাকে সেজেছিলেন নায়িকা। আম আদমি পার্টির নেতার পোশাক ডিজাইন করেন পবন সচদেবা।
উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। লেক পꩵ্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব।আইভরি রঙের শেরওয়ানি পরেছিলেন তিনি। মাথায় অফ হোয়াইট পাগড়ি। গলায় মুক্তোর মালা।🍒 আর পরিণীতি পরেছিলেন বেইজ রঙের লেহেঙ্গা। মাথায় পরেছিলেন লম্বা ওড়না বা ভেইল।
১৩ মে দিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন পরিণীতি এবং রাঘব। যাতে উপস্থিত ছিলেন দুই তারকার পরিবার ও বন্ধুরা। বিয়ের ছবিগুলি শেয়ার করে পরিণীতি লিখেছিলেন, ‘ব্রেকফাস্ট টেবিল🍎ে আমাদের প্রথম কথা থেকেই হৃদয় জানত। এই দিনটার জন্য কতদিনই না অপেক্ষা করলাম। মিস্টার ও মিসেস হতে পেরে ধন্য। একে-অপরকে ছেড়ে আর থাকতে পারছিলাম না। আমাদের একসাথে পথ চলার শুরুয়াত হল…’।
পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা দুজনেই লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করেছেন। প্রেমের শুরুটা নাকি হয় গত বছর ফিল্ম ‘চামকিলা’র সেটে শুরু হয়েছিল। পরিণীতি পঞ্জাবে শ্যুটিং কওরছিলেন, আর রাঘব পুরনো বন্ধুর সঙ্গে সেখানে তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে যান। তারপরই নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনের।