বলি থেকে টলি, সর্বত্রই এখন সম্পর্ক ভাঙার গুঞ্জন। এসবের মাঝেই এবার সন্দেহজনক কথাবার্তা শোনা গেল নব-বিবাহিতা পরিণীতি চোপড়ার মুখে। শেষবার পরিণীতিকে দেখা গিয়েছিল 'চমকিলা' ছবিতে। তবে কাজের থেকে এখন বেশি নিজের সংসার গুছোতে ব্যস্ত ছিলেন পরিণীতি চোপড়া। গতবছরই আপ সংসাদ রাঘব চাড্ডার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পরিণীতি।🍸 তবে হঠাৎই কেন বিষাক্ত মানুষদের ছুড়ে ফেলার কথা বলছেন পরিণীতি?
বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিয়ো পোস্ট করেছেন পরিণীতি চোপড়া। যে ভিডিয়োতে হাতের উপর থুতনি রেখে উদাস হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে 'পরী'কে। ভিডিয়োটি পোস্ট করে লম্বা পোস্টে পরিণীতি লিখেছেন, ‘এই মাসে, আমি কিছু সময় বিরতি নিয়েছিলাম, যা কিনা নিজের জীবনের প্রতি আমার চিন্তাভাবনাই বদলে দিল। এটা আমায় বোঝাল যে... জীবনে গুরুত্বহীন জিনিস (বা মানুষ) কে গুরুত্🔥ব দিও না। এক সেকেন্ডও নষ্ট কোরো না। জীবন একটা টিকটিক ঘড়ি। জীবনের প্রতিটি মুহূর্ত নিজের পছন্দে বাঁচো... অন্যের জন্য বেঁচে থাকা বন্ধ করো! নিজের মতো লোকজন খুঁজে বের করো। আর জীবন থেকে বিষাক্ত লোকদের ছেঁটে ফেলতে ভয় পেও না। গোটা বিশ্ব কী ভাবছে, লোকজন কী ভাবছে, এটা ভাবা বন্ধু করো। পরিস্থিতিতে অনুযায়ী নিজের প্রতিক্রিয়া বদলে ফেলো। জীবন ছোট। এটা আজ যেমন, সেভাবেই বাঁচতে শেখো।’