রাজকুমার রাওয়ের বিপরীতে ‘সিটিলাইট﷽স’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন পত্রলেখা। ২০১০ সাল থেকে রাজ♏কুমার ও পত্রলেখার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজকুমার যেমন বর্তমানে নামী অভিনেতা, তেমনই পত্রলেখাও অভিনেত্রী হিসাবে নিজের পরিচিতি তৈরি করেছেন। সম্প্রতি Galatta India-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রাজকুমারের স্ত্রী’ হিসাবে তাঁর পরিচিত হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পত্রলেখা। তাঁর কথায়, তিনি এতে স্বচ্ছন্দ নন।
'রাজকুমার রায়ের স্ত্রী' পরিচয়ে খুশি নন পত্রলেখা
পত্রলেখা বলেন, ‘শুধুমাত্র রাজকুমার রাওয়ের স্ত্রী হিসাবে পরিচিতিতে পেতে আমি ঘৃণা বোধ করি।’ তাঁর কথায়, ‘আমি এটা অপছন্দ করি। নিজেকে খুব ছোট বলে মনে হয়। কারণ আমার একটা নাম আছে, আমার একটা অস্তিত্বও আছে। আপনাদের হয়ত মনে হয় আমার জীবন সহজ কারণ আমার স্বামী বিখ্যাত। তবে না এটা কখনোওই সহজ নয়। যদি আপনি নিজেকে একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চা𒁏ন এবং নিজের কেরিয়ার গড়তে চান, তবে এটা খুবই কঠিন। আমি মিডিয়াকে অনুরোধ করব, এমনটা করবেন না। কারণ আমাকে এই পরিচিতিটা পাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি কখনোওই স্বচ্ছন্দ বোধ করি না। আর যতদিন বাঁচব ততদিন এর বিরুদ্ধে লড়া🧔ই করে যাব।’
পত্রলেখা আরও বলেন, ‘লোকজন প্রায়ই রাজকুমারের কাছে পৌঁছানোর জন্য আমার কাছে আ𓆉সে। তারা আমার হাতে চিত্রনাট্য তুলে দিলেও ওরা আদপে আমাকে নয় বরং ওরা ওকে (রাজকুমার) কাস্ট করতে চান। তবে এই টোপটা স্পষ্ট হ♚য়ে যায় যখন ওরা চায় আমি স্ক্রিপ্টটা রাজের কাছে নিয়ে যাই, যদিও ফিল্মটা আমার।’
পত্রলেখা-রাজকুমারের সম্পর্ক
পত্রলেখা এবং রাজকুমার ১১ বছর ডেটিং করার পর একটি ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাজকুমার পাত্রলেখাকে একটি বিজ্ঞাপনে দেখেই প্রথম প্রেমে পড়েছিলেন। বলা ভালো প্রথম দেখাতেই প্রেম হয়েছিল। অন্যদিকে প্রথমবꦿার এলএসডি (LSD) ছবিতে রাজকুমারকে দেখে বড়ই 'অদ্ভুত' মনে হয়েছিল পত্রলেখার। এই জুটি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ারꦍ করেন, যা তাঁদের কাপল গোলস তৈরি করে।
পত্রলেখা এবং রাজকুমার রাওয়ের আসন্ন ছবি
পত্রলেখাকে সম্প্রতি 'ফুলে' ছবিতে দেখা গেছে, যেটি অনন্ত মহাদেবন পরিচালনা করেছেন এবং ডান্সিং শিবা ফিল্মস, কিংসমেন প্রোডাকশনস এবং জি স্টুডিওস-এটার প্রযোজনা করেছে। ছবিটি জ্যোতিরাও ফুলেএবং সাবিত্রীবাই ফুলের জীবনের উপর ভিত্তি করে তৈরি। পত্রলেখা ছাড়াও ছবিতে প্রতীক গান্ধী, বিনয় পা♓ঠক এবং সুশীল পান্ডেকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
অন্যদিকে, রাজকুমারকে শীঘ্ꦅরই ‘ভুল চুক মাফ’ ছবিতে দেখা যাবে। করণ শর্মা রচিত ও পরিচালিত এই সায়েন্🍸স ফিকশন রোমান্টিক কমেডিতে সীমা পাহওয়া এবং ওয়ামিকা গাব্বিকেও প্রধান চরিত্রে দেখা যাবে। ছবিটি প্রথমে ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এটি এখন সরাসরি ওটিটিতে (OTT) মুক্তি পাবে। ছবিটি ১৬ মে থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিম করার কথা রয়েছে।