বাংলা নিউজ > বায়োস্কোপ > Pooja Bhatt: সৎ দিদি নন,তিনিই আলিয়ার মা, শুনেছেন এমন রটনাও! দ্বিতীয় বিয়ে সারছেন ৫২-র পূজা ভাট?
পরবর্তী খবর
এই মুহূর্তে কেরিয়ারের নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন পূজা ভাট। নব্বইয়ের দশকের গোড়াতেই বলিউড দাপিয়ে বেরিয়েছেন মহেশ ভাটের প্রথমপক্ষের কন্যা পূজা। তাঁর জীবনে বিতর্কও কম নেই। বাবার ঠোঁটে চুম্বন থেক আলিয়া ভাটকে নিয়ে গুজবের মুখে পড়েছেন পূজা। আলিয়া নাকি মহেশ ভাট ও পূজা ভাটের মেয়ে, এমন গুঞ্জন হেসে উড়িয়েছেন অভিনেত্রী।