Raid 2 বক্স অফিস কালেকশন, 8ম দিন: শ্রমিক দিবসে (১ মে) মুক্তি পেয়েছিল𒊎 ‘রেইড-২’। মুক্তির দিন থেকেই, অজয় দেবগণের নতুন এই ছবি Raid 2 বক্স অফিসে ঝড় তুলেছিল। যদিও সেসময় বক্স অফিসে বেশ ভালোই পারফর্ম করছিল অক্ষয় কুমারের কেশরী চ্যাপ্টার 2-। তবে তা সত্ত্বেও ভারতীয় বক্স রেইড ২ বেশ ভালো ফল করেছিল। তবে অষ্টম দিনে এসে রেইড-২র আয় অনেকটাই কমে গিয়েছে।
ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর মতে𝄹, Raid 2 অষ্টম দিনে আনুমানিক আয় (এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে) করেছে প্রায় ৫.১৫ কোটি টাকা, অর্থৎ অষ্টম দিনে এসে অজয়ের ছবির আয় দাঁড়িয়েছে ৯৫.৬৫ কোটি টাকা। এর আগে বুধবার ছবির আয় দাঁড়িয়েছে ৪. ৭৫ কোটি টাকা। sacnilk জানিয়েছে যে বুধবার Raid 2-এর সামগ্রিক হিন্দি অকুপেন🐟্সি ছিল ৭.৮৮ শতাংশ।
বিস্তারিতভাবে দেখলে, রাজ কুমার গুপ্তার পরিচালনায় তৈরি এই সিনেমার সবচেয়ে বেশি অকুপেন্সি দেখা গেছে জয়পুরে (১১.২৬%)। যার মধ্যে হিন্দি ভাষায় সকালের শো দেখেছেন ৫.৫৫% দর্শক। দুপুরের শো দেখেছেন ১১.৮% দর্শক, সন্ধ্যের শো দেখেছেন ১১.২৯ % দর𝓡্শক। রাতের শো দেখꦍেছেন ১৭.১২ % দর্শক।
রেইড-২ বক্স অফিস
Sacnilk জানিয়েছে যে Raid 2র আয় ইতিমধ্যেই বিশ্বব্যাপী পর্যন্ত ১০০ কোটির গণ্ꦍডি ছাড়িয়ে গিয়েছে। বিশ্বব্যাপী এই ছবির গ্রস আয় আয় ছিল ১২০ কোটি টাকা। আর ভারতীয় বক্স অফিসে এই ছবিটি এখনও পর্যন্ত আয় করেছে ৯৫.৬৫ কোটি টাকা।
ট্রেড ট্র্যাকিং সাইট Sacnilk.com এর-তথ্য অনুযায়ꦿী…
১ মে মুক্তি-♑র প্রথম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ১৯.২৫ কোটি টাকা।
২ মে মুক্তি-র দ্🌌বিতীয় দিন (শুক্রবার) ‘রেইড ২’র আয় ছিল ১২ কোটি ট🧔াকা।
৩মে মুক্তি-র ত🍃ৃতীয় দিন (শনি🗹বার) ‘রেইড ২’র আয় ছিল ১৮ কোটি টাকা।
৪মে মুক্তি-র চতুর্থ দিন (রবিব🌠ার) ‘রেইড ২’র আয় ছিল ২২ কোটি টাকা।
৫ মে মুক্তি-র পঞ্চম দিনে ও(সোমবার) ‘রেইড ২’র আয় ছিল ৭.৫ কোটি টাকা।
৬ মে মুক্তি-র🌺 ষষ্ঠ দিনে (মঙ্গলℱবার) ‘রেইড ২’র আয় ছিল ৭ কোটি টাকা।
৭ মে মুক্তি-র সপ্তম দিনে🍌 (বুধবার) ‘রেইড ২’র আয় ছিল ৪.৭৫ কোটি টাকা।
৮ মে𓆏 মুক্তি-র অষ্টম দিনে (বৃহস্পতিবার) ‘রেইড ২’র আয় ছিল ৫.১৫ কোটি টাকা।
কেশরী-২ বক্স অফিস
অন্যদিকে মুক্তির ২১ দিনের মাথায় অর্থাৎ বৃহস্পতিবার অক্ষয় কুমারের কেশরী ২র বক্স অফিস কালেকশন ছিল মাত্র ০.৫৫ ক�🥀�োটি টাকা। সবমিলিয়ে এই ছবির এখনও পর্যন্ত ছবির আয় দাঁড়িয়েছে ৮৩.১৫ কোটি টাকা।
রেইড-২ গল্প ও চরিত্র
একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি ‘রেfড ২’ ছবির চিত্রনাট্য। এটি একটি অত্যন্ত উচ্চপদস্থ ও বিপজ্জনক ৭৫তম ইনকাম ট্যাক্স রেইড-এর উপর ভিত্তি করে তৈরি। ছবিটিতে অজয় দেবগন আবারও একজন সৎ ও দ্রুত কাজ করার ক্ষমতা সম্পন্ন ইনকাম ট্যাক্স অফিসার অময় পট্টনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের দুর্গে অভিযান চালান।ౠ রীতেশ দেশমুখ এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।তবে এই চরিত্রে দারণ পারফর্ম করেছেন রীতেশ। অন্যদিকে, বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।
পরিচালনা ও প্রযোজনা
রাজকুমার গুপ্ত ‘রেইড ২’ ছবিটি পরিচালনা করেছেন, যিনি🍸 এর আগে ‘রেইড’ (২০১৮) এর মতো বাস্তব ঘটনꦇার উপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন। ছবিটির প্রযোজক হলেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার এবং অভিষেক পাঠক, যাঁরা টি-সিরিজ ও প্যানোরামা স্টুডিওসের সঙ্গে মিলে ছবিটি প্রযোজনা করেছেন।
কেশরী চ্যাপ্টার ২ প্রসঙ্গে
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাক♔শন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।