বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
পরবর্তী খবর
'ও ততদিনে অনেক...' ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের, তবুও এত সময় লাগল কেন?
1 মিনিটে পড়ুন Updated: 24 Dec 2023, 07:49 AM ISTSubhasmita Kanji
Rajkumar Hirani-Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে কাজ করার জন্য ২০ বছর অপেক্ষা করেছিলেন রাজকুমার হিরানি। কিন্তু কেন?
ফিল্ম স্কুলে পড়ার সময় থেকেই শাহরুখের সঙ্গে কাজের ইচ্ছে রাজকুমারের
সদ্যই মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবি ডাঙ্কি। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করলেন পরিচালক এবং শাহরুখ খান। হ্যাঁ, দুজনেই দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, তারপরেও কখনও তাঁরা একসঙ্গে কাজ করেননি। অবশেষে সেই গ্যাপ মিটল । কিন্তু কেন? কেন এত বছর কাজ করেননি, বা এত বছর পরই বা কেন তবে মনে হল এবার শাহরুখের সঙ্গে কাজ করা যায় এই সমস্ত উত্তর এবার নিজেই প্রকাশ্যে আনলেন পরিচালক। জানালেন অভিনেতার চার্মে তিনি মুগ্ধ।
কবে রাজকুমার ঠিক করেন যে তিনি এবার শাহরুখের সঙ্গে কাজ করবেন?
এই প্রসঙ্গে রাজকুমার জানিয়েছেন, 'আমার মনে আছে আমি তখন একটি ফিল্ম স্কুলে পড়তাম। আর প্রতিটি পরিচালকের প্রথম এবং মূল সমস্যা থাকে যে আমি আমার প্রথম ছবি কীভাবে বানাবো? আমি কি আমার ছবির জন্য প্রযোজক পাবো? কোনও অভিনেতা কি আমার সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন? তো সেই সময় আমরা কমন রুমে বসে টিভি দেখতাম। তখন সেখানেই সার্কাস নামক একটি সিরিয়াল দেখি। তখন ওর নাম পর্যন্ত জানতাম না, কিন্তু একটা সিন, সেটার অ্যাঙ্গেল থেকে খুঁটিনাটি সবটা মনে আছে, ওটা দেখে এতটাই মুগ্ধ হই যে ঠিক করি ওর সঙ্গে ছবি বানাবো। আমার দুই বছর লাগে সেখান থেকে পাশ করে বেরোতে আর ততদিন শাহরুখ একজন বড় স্টার হয়ে যায়। তাই আমায় ২০ বছর অপেক্ষা করতে হল ওর সঙ্গে ছবি বানানোর জন্য।'
২০ বছর পর অবশেষে একসঙ্গে কাজ করলেন রাজকুমার এবং শাহরুখ। অভিজ্ঞতা কেমন? এই প্রসঙ্গে ডাঙ্কির পরিচালক জানান, 'আমি ওর চার্মে মুগ্ধ। ও যখন শট দিত আমি আই মাস্ক পরে নিতাম। কানে হেডফোন লাগাতাম। আমার কোনও অ্যাসিস্টেন্ট যখন বলতো যে স্যার শট হয়ে গিয়েছে তখন আমি আবার চোখ খুলতাম।' (হাসি) 'না না মজা করলাম। উনি খুবই ভালো অভিনেতা। তার থেকেও ভালো মানুষ' মন্তব্য হিরানির।
ডাঙ্কি প্রসঙ্গে
ডাঙ্কি ছবিটির পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এখানে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার, প্রমুখ। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। হার্ডি সিং এবং তাঁর বন্ধুরা ডঙ্কি পদ্ধতিতে কীভাবে বিদেশ যায় এবং নিজেদের স্বপ্নপূরণ করার আশায়, তারপর তাঁদের সঙ্গে কী হয় সেটা নিয়েই এই ছবি।