উড়ান ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় পা রেখেছিলেন রত্নপ্রিয়া দাস। অল্প সময়েই তিনি নজর কেড়েছিলেন। যদিও বেশিদিন চলেনি মেগার সফর। এবার জানা গেল তিনি নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন শীঘ্রই।
আরও পড়ুন: ফের গোলমাল স্টুডিও পাড়ায়! টেকনিশিয়ানদের দীর্ঘদিন বেতন না বাড়ায় নতুন মেগার শ্যুটিংয়ে বাধা?
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
কী ঘটেছে?
স্টার জলসার পর্দায় ২০২৪ সালের ২৭ মে থেকে শুরু হয়েছিল উড়ান। বহুদিন পর এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরতে দেখা গিয়েছিল প্রতীক সেন। তাঁর বিপরীতেই ছিলেন নবাগতা রত্নপ্রিয়া দাস। দুজনের জুটি বেশ নজর কেড়েছিল। প্রথম মেগায় জনপ্রিয়তা এনে দেয় অভিনেত্রীকে। কিন্তু জি বাংলা ওই একই স্লট অর্থাৎ রাত আটটার স্লটে সবসময়ই এগিয়ে থেকেছে। পরিণীতার কাছে টিকতে পারেনি উড়ান। ফলে আট মাসেই বন্ধ হয় সেই ধারাবাহিক। উড়ান বন্ধ হওয়ার পর জি বাংলায় দাদামণি হয়ে ফিরছেন প্রতীক সেন। হ্যাঁ, তিনি বদলেছেন চ্যানেল। এমনকি উড়ান ধারাবাহিকে রত্নপ্রিয়ার শাশুড়ি অঞ্জনা বসুও কুসুম ধারাবাহিক নিয়ে জি বাংলায় আসছেন। এমন অবস্থায় জানা গেল অভিনেত্রীও শীঘ্রই নতুন রূপে ছোট পর্দায় নতুন গল্প, নতুন চরিত্র নিয়ে আসছেন।
টিভি ৯ বাংলার তরফে একটি প্রতিবেদনে জানানো হয়েছে প্রতীক বা অঞ্জনার মতো রত্নপ্রিয়া দাসও এবার স্টার জলসার হাত ছেড়ে আসছেন জি বাংলায়। এই চ্যানেলের নতুন ধারাবাহিকের অফার গিয়েছে তাঁর কাছে এবং তিনি তাতে রাজি হয়েছেন বলেই সূত্রের খবর। রত্নপ্রিয়ার বিপরীতে দেখা যেতে পারে ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেতাকে। তাঁর কাছে প্রস্তাব গিয়েছে বলেই খবর। যদিও এখনও বিষয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের খবর এটি একটি আদ্যোপান্ত প্রেমের গল্প হতে চলেছে। তবে এখনও এই বিষয়ে চ্যানেলের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, জি বাংলায় বর্তমানে একগুচ্ছ নতুন ধারাবাহিক আসছে। সদ্যই ঘোষণা করা হয়েছে কুসুম ধারাবাহিকের স্লট এবং শুরুর দিন। তারপরই প্রকাশ্যে এসেছে দাদামণির প্রোমো। ঘোষণা হয়েছে রাণী ভবানীরও। যদিও সেই ধারাবাহিকে কাকে দেখা যাবে কবে থেকে শুরু হবে সেসব কিছুই জানা যায়নি।