আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বজুড়েই সাড়ম্বরে পালিত হচ্ছে এই বিশেষ দিন। প্রযোজনা সংস্থা উইনডোজ প্রোডাকশনের তরফেও 'আমার বস'-এর শ্যুটিং সেট থেকে একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করে সকলকে ভাষা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
'আমার বস'-এর শ্যুটিং স্পটের এই ভিডিয়োতেই স্পষ্ট দীর্ঘদিন কলকাতার বাইরে থেকেও বাংলা ভাষার প্রতি আমোঘ টান রয়েছে অভিনেত্রী রাখি গুলজারের। কলকাতা ছেড়ে বহুদিন হল মুম্বই-এর বাসিন্দা বর্ষীয়ান এই অভিনেত্রী। তবে তিনি ভোলেননি নিজের মাতৃভাষাকে। 'আমার বস'-এর সেটে বসে দিব্যি বাংলায় বই পড়তে দেখা যায় রাখিকে। আবার কখনও ছবির কোনও এক দৃশ্যে বাড়ির পরিচারককে বাংলা শেখাতেও দেখা যায় রাখি গুলজারকে।
প্রসঙ্গত, রাখি গুলজার, যাঁর একসময় পদবী ছিল ‘মজুমদার’। ১৯৪৭ সালের ১৫ অগস্ট জন্ম হয় রাখির। ঠিক এই দেশ যেদিন স্বাধীন হয়েছিল। এরাজ্যের নদিয়ার এক বাঙালি পরিবারে জন্ম হয় তাঁর। সেখানকারই এক স্থানীয় বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন রাখি। যদি ভারত ভাগের আগে মেহেরপুরে (অধুনা বাংলাদেশে) রাখির বাবার জুতোর ব্যবসা করতেন।পরবর্তীকালে দেশ ভাগ হওয়ার পর তাঁর পরিবার পশ্চিমবঙ্গে এসে বসবাস শুরু করে। এদিকে ব্যক্তিগত জীবনে অভিনয় দুনিয়ায় পা রাখার পর বিখ্যাত কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারকে বিয়ে করে রাখি মজুমদার থেকে গুলজার হন তিনি। তারপর থেকে মুম্বইতেই পাকাপাকিভাবে বাস অভিনেত্রীর। তবে এখনও তিনি মনে প্রাণে বাঙালি। মুম্বইয়ে থেকেও নিজের মাতৃভাষাকে প্রতিদিনই উদযাপন করেন রাখি। কলকাতায় 'আমার বস'-এর শ্যুটিং-এ এসেও আরও একবার সেই বাঙালি রাখি হয়েই ধরা দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন-বায়োপিকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে? নিশ্চিত করলেন 'মহারাজ', আর কে হচ্ছেন ডোনা?