কিশোর কুমার যিনি কিনা ♛ভারতের অন্যতম কালজয়ী অভিনেতা, পরিচালক, প্রযোজক, সুরকার, গীতিকার তাঁকেই চিনতেন না আলিয়া ভাট! আর সেই কথাই এদিন প্রকাশ্যে ফাঁস করে দিলেন রণবীর কাপুর। তাও কোথায় গোয়ায় অনুষ্ঠিত হওয়া ২০২৪ সালের ভারতের ৫৫ তম আন্🎃তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। গত রবিবার এখানে রাজ কাপুরের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই যোগ দেন রণবীর। কথা বলেন দাদুকে নিয়ে। জানান কেন আমাদের ইতিহাস, শিকড়ের সঙ্গে আমাদের জুড়ে থাকা জরুরি। আর এর ফাঁকেই স্ত্রীর এই বিষয়টিও তিনি তুলে ধরেন।
আরও পড়ুন: আমি𒀰 একা নই', বাবার মৃত্যুশোকে কাতর, তবুও ভরত দেব ভার্মার জন্য কী লি𓆏খলেন রিয়া?
কী জানিয়েছেন রণবীর কাপুর?
এদিন কথায় কথায় রণবীর কাপুর বলেন, ' আমরা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত একটা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছি গোটা ভারত জুড়ে। সেখানে রাজ কাপুরের সব ছবি আবার মুক্ত💜ি পাবে, দেখানো হবে। তাই আমি আশা করবি যাঁরা ওঁর কাজ দেখেননি তাঁরা যেন দেখেন। যেমন আমার যখন আলিয়ার সঙ্গে প্রথম দেখা হয় ও আমায় জিজ্ঞেস করেছিল কিশোর কুমার কে? এটাই বোধহয় জীবনের একটা বৃত্ত। শিল্পীদের আমরা ভুলে যাই। নতুন শিল্পী আসে।꧃ কিন্তু আমাদের উচিত আমাদের শিকড়কে মনে রাখা। খালি রাজ কাপুরকে নয়। আরও অনেক চিত্র নির্মাতা, অভিনেতা আছেন যাঁদের মনে রাখা উচিত, উদযাপন করা উচিত।'
এরপর যখন রণবীরকে জিজ্ঞেস করা হয় যখন যে যদি তাঁকে সুযোগ দেওয়া হয় যে তাঁর দাদু তাঁর একটি ছবির পরিচালনা করবেন তাহলে সেটা কোনটা হবে? উত্তরে রণবীর꧑ বলেন, 'যেহেতু উনি ববি বানিয়েছিলেন, লাভ স্টোরি দুর্দান্ত ভাবে বলতে পারতেন, সেহেতু আমার মনে হয় আমি ওঁকে যদি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি বানাতে দেখতাম তাহলে ভালো হতো। চরিত্রগুলো, গানগুলো উদযাপন করা যেত অন্য ভাবে।ꦑ'
আরও পড়ুন: কনসার্টে তখন গানে মত্ত দিলজিৎ, আচমকাই মঞ্চে উঠে প্রেমিকাকে প্রোপোজ যুবকের! তারপর...﷽.?
রণবীরের আগামী কাজ
রণবীর কাপুরকে শেষবার অ্যানিম্যাল ছবিতে দেখা গিয়েছিল। তবে এখন তাঁর হাত ভর্তি কাজ। এক💖দিকে নীতীশ তিওয়ারির রামায়ণ আছে যা দিওয়ালি ২০২৬ এবং দিওয়ালি ২০২৭ এ মুক্তি পাবে। এছাড়া সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিটিও আছে। সেখানে তাঁর সঙ্গে ভিকি কৌ🐟শল এবং আলিয়া ভাটকে দেখা যাবে। বর্তমানে শ্যুটিং চলছে ছবিটির। বিকানেরে চলছে সেই শ্যুটিং। এছাড়া যশরাজ ফিল্মসের ধুম ৪ এও তাঁকে দেখা যাবে বলেই শোনা যাচ্ছে।