জমকালো শাড়ি, গা ভর্তি গয়না, রেখার স্টাইল চিরকালই সকলের থেকে এক༒েবারে আলাদা। ব্যক্তিগত জীবন নিয়ে যতই টানাপোড়েন চলুক না কেন, রেখার টেস্ট বা পছন্দ যে সবার থেকে আলাদা তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু নিজেকে নয়, রেখা নিজের বাড়িকেও ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রাখেন, বাড়িতে হঠাৎ ঢুকলে মনে হবে যেন কোনও রাজপ্রাসাদে প্রবেশ করেছেন আপনি।
মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত রেখার বিলাসবহুল বাড়ি ‘বসেরা’, মুম্বাইয়ের সব থেকে সুন্দর এবং আভিজাত্য বাড়ির মধ্যে একটি🔴। এই বাড়িটির এক ঝলক দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসꦆেন মুম্বইয়ে। ১৫০ কোটি টাকার এই ম্যানশন মুম্বইয়ের সবথেকে বিলাসবহুল সম্পত্তিগুলির মধ্যে অন্যতম।
আরও পড়ুন: বউমার জন্য এমনটা করবে ছেলে! ছেলে𓄧র কোন পদক্ষেপ মেনে নেননি মাধুরীর শ্বশুর-শাশুড়ি
আরও পড়ুন: 'সমালোচনা কষ্ট দেয়...', কেশরী চ্যাপ্𒀰টার ২ সাফল্যের মাঝেও কেন মন ভার অꦓক্ষয়ের?
বাড়িটির প্রবেশ পথেই আপনি দেখতে পাবেন বাড়ির চারপাশে রয়েছে প্রচুর গাছপালা। প্রবেশপথে ছাতিমের মতো একটি কাঠামো তৈরি করা হয়েছে, যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। মজার ব্যাপার হল, রেখার বাড়িরඣ নকশা আপনাকে কোথাও না কোথাও ‘উমরাও জান’ সিনেমার কথা মনে করিয়ে দেব💛েই।
অভিনেত্রীর পুরো বাড়ির দেওয়াল সাদা রঙ করা, যাতে বাইরের তাপ ভেতরে প্রবেশ না করতে পারে। জানলাগুলিও এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে সব সময় প্রকৃতির আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারে। প্রকৃতির আলো, সমুদ𓄧্রের বাতাস সব সময় বাড়ির মধ্যে ঢোকায় বাড়ির পরিবেশ সব সময় সতেজ থাকে।
আরও পড়ুন: ‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব...’! স𓆉ন্ত্রাসী হাম🐷লায় ভয় না পাওয়ার আহ্বান সুনীলল শেট্টির
ঘরের ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন কালো কাঠ দিয়ে খোদাই করা মূর্তি, পিতল ꧒এবং কাঠের প্রাচীন কিছু আসবাব, নরম তাঁতের পর্দা এবং প্রাচীন রাজকীয় আয়না। সব মিলিয়ে বাড়ির প্রত্যেকটি কোনায় যেন রাজকীয়তার ছোঁয়া পাবেন আপনি।
বাড়ির প্রত্যেকটি ঘরের অভ্যন্তরীণ সজ্জা নবাবী কায়দায় তৈরি করা হয়েছে, যার ফলে বাড়িতে ঢুকলেই আপনার মনে হবে আপনি হয়তো সঞ্জয় লীল𝓀া বনশালীর সেটে ঢুকে পড়েছেন। তবে রেখার বাড়িতে যে কেউ প্রবেশ করতে পারে না। খুব ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়-স্বজন ছাড়া রেখার বাড়িতে প্রবেশ করার অনুমতি পান না কেউ।