২০২৪-এই সুমিত আরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। অতি সম্প্রতি বাগদানও সেরে ফেলেছেন তাঁরা। এবার শুধু এই প্রেম পরিণতি পাওয়ার অপেক্ষায়। এই মুহূর্তে আপাতত সুমিতের প্রেমেই বুঁদ হয়ে রয়েছেন ঋতাভরী। বিমানবন্দরে দাঁড়িয়ে সেই প্রেমেরই একটুকরো🦋 ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিলেন ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরী ও সুমিতের এই প্রেম যেন খানি💝কটা সিনেমা🗹র মতোই, অন্তত অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিয়ো অন্তত তেমনটাই বলছে। কী আছে এই ভিডিয়োতে?
ইনস্টাগ্রাম🍎ে উঠে আসা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিমানবন্দরে একে অপরের সঙ্গে দেখা হতেই জড়িয়ে ধরেন দুজনে। একে অপরকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে থাকেন তাঁরা। এই ভিডিয়ো পোস্ট করে ঋতাভরী লিখেছেন, ‘বিমানবন্দরের প্রতিটি আলিঙ্গন দীর্ঘ! আমরা যত বেশি দূরে থাকি ততবেশি দীর্ঘ হয় এই আলিঙ্গন। দীর্ঘ দূরত্ব ভয়ঙ্কর। কিন্তু যদি আপনি সঠিক ব্যক্তিকে খুঁজে পান। তবে প্রতিব☂ারের মূল্য যেন...৬ বছর (অর্থাৎ প্রতিবারই মনে হয় যেন দীর্ঘ ৬ বছর পর দেখা হচ্ছে)। আমরা একসঙ্গে ছিলাম বা আমরা আলাদা ছিলাম, সবসময়ই অনুভূতি একই রকম। যখন আমরা একে অপরকে দেখি তখন একই রকম উত্তেজনা হয়।’
ঋতাভরীর এই পোস্টে একাধির ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন সুমিত অরোরা। পাল্টা লাভ ইমোজি দিয়েছেন অভিনেত্রী। ঋতাভরীকে ভালোবাসা জানিয়েছেন স্বস🐓্তিকা দত্ত, সায়ন্তনী গুহ ঠাকুরতা সহ আরও💖 অনেকেই। শুভেচ্ছা জানিয়েছেন নেটপাড়ার বহু বাসিন্দা।
প্রসঙ্গত, সদ্যই আংটি বদল সেরেছেন ঋতাভরী চক্রবর্তী এবং সুমিত আরোরা। বিগত বেশ কিছু বছ📖র ধরেই চুটিয়ে প্রেম করছেন তাঁরা। সামনেই বিয়ের পরিকল্পনা। বিয়ে নিয়ে অতি সম্প্রতি ক্যালকাটা টাইমসকে ঋতাভরী চক্রবর্তী জানিয়েছেন 'আমাদের বিয়েটা একটা ক্লোজ ডোর ডেস্টিনেশন ওয়েডিং হবে। সেখানে খালি উপস্থিত থাকবেন আমাদের ঘনিষ্ট ব্যক্তিরা। খুব আদুরে এবং সামান্য আয়োজনে বিয়ে করব। যদিও বিয়ের কলকাতায় আমার এক্সটেন্ডেড পরিবারের জন্য একটা রিসেপশন পার্টি দেব।'
এখানেই শেষ নয়, সেই সাক্ষাৎকারে ঋতাভরী জানান তাঁদের প্রেমের শুরু শান্তিনিকেতন♕ে বেড়াতে গিয়ে। হবু বরের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেছিলেন, 'সুমিত আমার বিষয়ে সব জানে। আমি কী খেতে ভালোবাসি, আমার পিরিয়ডসের সময় আমি কী অপছন্দ করি, কীসে রাগ হয়, কফি কীভাবে খাই সবটা। আমরা একে অন্যকে পুরো দস্তুর চিনি। আমাদের খারাপ দিকগুলো জানি।'
এর আগে গত🐽 🃏১৭ এপ্রিল একটি ছবি পোস্ট করে সুমিত অরোরার সঙ্গে বাগদানের কথা জানিয়েছিলেন ঋতাভরী।