নাম 'অনুপমা', রূপালী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটিই এখন জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিꦚকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযো♋জিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। এছাড়াও গৌরব খান্না, সুধাংশু পান্ডে সহ অন্যান্যরাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
কয়েক সপ্তাহ আগেই ‘অনুপমা’ ধারাবাহিকটি পাঁচ বছরের লিপ নিয়েছে। অর্থাৎ এক লাফে ৫ বছর এগিয়ে গিয়েছে ধারাবাহিকের গল্প। অনু (অনুপমাকে)কে নিজের উচ্চাকাঙ্খা পূরণের জন্য আমেরিকায় পৌঁছে যেতে দেখেছি। অনুপ♉মা স্পাইস অ্যান্ড চাটনিতে গিয়ে কাজ শুরু করেছেন। এছাড়াও নিজের বস যশদীপের সহায়তায় অনু একজন নাচের প্রশিক্ষক হিসেবেও একটা নাচের অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন।
এদিকে আবার অনুজ কাপাডিয়া (গৌরব খান্না) এবং ‘ছোট অনু’ আধ্যা (অউরা ভাটনাগর) ও আমেরিকাতে নতুন জীবন শুরু করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে আসা নতুন মন্তাজে অনুপমা ও আধ্যা, দুজনকেই কমলা রঙের একই ধরনের পোশাকে একই নাচের ভঙ্গীতে দেখা যায়। আর এই মন্তাজ দেখেই অনুপমা ধারাবাহিকের গল্প কোন পথে এগোবে, তা এখন কল্পনা করতে ꦿশুরু করেছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন, ‘খুব সম্ভবত কোনও নাচের অনুষ্ঠানের জন্যই অনুপমা ও আধ্যা একই রঙের পোশাক পরেছেন। তবে তাঁরা একে অপরের সঙ্গে যে ভীষণ খুশি, তা এক্কেবারেই মনে হচ্ছে না।’ একজনের কথায়, অনুপমাতে এই লিপে (গল্প এগিয়ে যাওয়ায়) হয়ত আমরা অনুপমা-আধ্যাকে একসঙ্গে থাকতে দেখতে পাব। কারোর কথায়, এবার হয়ত এই ধারাবাহিকের গল্প 'ছোট অনু'কে ঘিরেই এগোবে।' অপরজনের আবার একথায় বিশ্বাস নেই। তাঁর দাবি, এই ধারাবাহিকটিই যখন অনুপমাকে ঘিরে, তখন তাঁকে নিয়েই গল্প এগোবে। কারোর মন্তব্য, এই ধারাবাহিকটি 'ইয়ে রিশতা কেয়া ক্যাহেলাতা'র মতোই হয়ত উত্তরাধিকার রেখে যাবে। আরও একজনের 🐼মন্তব্য, এই ধারাবাহিকে অনুজকে আর দেখা যাবে না, অনুজ মারা যাবে। এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে।
এদিকে এই মুহ🌃ূর্তে 'অনুপমা'তে দেখা যাচ্ছে, অনুজ কোনওভাবেই তাঁর রেস্তোরাঁ 'স্পা🐷ইস অ্যান্ড চাটনি' বিক্রি হতে দেবে না। অনুজ সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনওভাবেই অনুপমাকে বিচলিত হতে দেবেন না। আগামী পর্বগুলিতে তাঁকে যশদীপের রেস্তোরাঁ কিনতে দেখা যাবে।
যদিও অনুপমা সিরিয়ালে ভবিষ্যতে ঠিক কী ঘটতে চলেছে, তা নির্মাতারা কোনওভাবেই ফাঁস করতে নারাজ। ঠিক কী ঘটবে, সবটাই ক্রমꦜশই প্রকাশ্য।