ইদে খুশির জোয়ার সইফ আলি খান এবং কারিনা কাপুর পরিবারে। এ দিনের উদযাপনে ছবি সইফের বোন সাবা পতৌদি ইনস্টাগ্রামে ভাগ করে নেন। তাঁদের সঙ্গে সইফের আর এক বোন অভিনেত্রী সোহা আলি খান এবং তার স্বামী কুণাল খেমুও যোগ দিয়েছেন।
ইদে খুশির জোয়ার পতৌদি পরিবারে!
ইদে খুশির জোয়ার সইফ আলি খান এবং কারিনা কাপুর পরিবারে। এ দিনের উদযাপনে ছবি সইফের বোন সাবা পতৌদি ইনস্টাগ্রামে ভাগ করে নেন। তাঁদের সঙ্গে সইফের আর এক বোন অভিনেত্রী সোহা আলি খান এবং তার স্বামী কুণাল খেমুও যোগ দিয়েছেন।
সাবার শেয়ার করা ছবিগুলিতে পতৌদি পরিবারকে একসঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে। ছবিতে মেকআপ ছাড়াই কারিনাকে দেখা গিয়েছে, নায়িকার পরনে ছিল সালোয়ার কামিজ। সব মিলিয়ে নায়িকাকে উজ্জ্বল দেখাচ্ছিল। অন্যদিকে, সইফকে সাদা কুর্তা এবং পায়জামায় দেখা গিয়েছে। সাবার পরনে ছিল হালকা সবুজ রঙের কো-অর্ডার সেট। অন্যদিকে, সোহা গাঢ় সবুজ রঙের শারারা এবং কুর্তি পরেছিলেন। একটি ছবিতে বোনদের সঙ্গে সইফকে দেখা গিয়েছে। সাবা তার অনুসারীদের ইদের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিয়ো বার্তাও শেয়ার করেছিলেন।
ছবি ও ভিডিয়ো পোস্ট করে সাবা ক্যাপশনে লিখেছেন, 'ইদের মুহূর্তগুলিতে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ… আর এত ভালো দুপুরের খাবারের জন্য ধন্যবাদ ভাই, সোহা, বেবো এবং কুনালকেও আজকের এই দিনটা বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ।
অন্য একটি পোস্টে ইনস্টাগ্রামে সোহা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে তাঁকে তাঁর স্বামী কুনালের সঙ্গে একসঙ্গে সেমাই করতে দেখা গিয়েছে। তিনি পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘সেমাই ছাড়া কি ইদ? আমাদের থেকে পক্ষ তোমার ইদ মোবারক।’