সলমন খানের ভকꦺ্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দাবাং ৪ ছবিটির জন্য। বহুদিন ধরেই চর্চা চলছে এই ছবি𝄹র। সম্প্রতি আরবাজ খান জানিয়েছিলেন যে শীঘ্রই আসবে এই ছবি। ফলে ভক্ত এবং দর্শকদের মধ্যে বেড়েছে উন্মাদনার পারদ। কিন্তু এবার যে তথ্য প্রকাশ্যে এল তাতে আশঙ্কার কালো মেঘ দেখা গিয়েছে। বলা ভালো এক প্রকার অনিশ্চিত হয়ে পড়ল দাবাং ৪ এর ভবিষৎ!
দাবাং ৪ নিয়ে কোন জটিলতা তৈরি হয়েছে?
২০১০ সালে প্রথমবার চুলবুল পান্ডে হিসেবে পর্দায় ধরা☂ দেন সলমন খান। সেই ছবিটির পরিচালনা করেছিলেন আরবাজ খান। দারুণ সাড়া পেয়েছিল এই ছবিটি ভক্তদের থেকে। ইতিমধ্যেই আরও দুটো ভাগ মুক্তি পেয়েছে এই ছবির। এবার পালা চতুর্থ ভাগের। জানা গিয়েছে ইতিমধ্যেই দাবাং ৪ নিয়ে আলোচনা শুরু হয়ে গিܫয়েছে। আরবাজ খান এবং সলমন বিষয়টা নিয়ে কাজ করছেন।
এবার পাটনা শুক্লার স্ক্রিনিংয়ে এসে দাবাং ৪ নিয়ে সলমন খান জানান ছবিটি তখনই আসবে যখন তাঁরা দুই ভাই স্ক্রিপ্ট নিয়ে সহমত ﷽হবেন। ভাইজান জানিয়েছেন তাঁর এবং আরবাজের মত মিলছে না এই ছবিটি নিয়ে। তাঁরা দুজন দুরকম ভাবে ভাবছেন ছবিটি নিয়ে। ফলে একটা মধ্যস্থতায় না এলে কাজ হওয়া সম্ভব না। একটা স্ক্রিপ্ট ঠিক হয়ে গেলে তখন প্রোডাকশনের কাজ শুরু হবে। এখন 🌱সেটা কবে হয় সেই দিকেই তাকিয়ে আছেন সকলে।
সলমন খানের অন্যান্য প্রজেক্ট
সলমন খানকে শেষবার টাইগার ৩ ছবিতে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফের সঙ্গে। বক্স অফিসে মোটের উপর ভালোই🍨 ব্যবসা করেছে এই ছবিটি। আগামীতে ভাইজানকে সাজিদ নাদিয়াওয়ালার একটি ছবিতে দেখা যাবে। এছাড়া করণ জোহর প্রযোজিত বুলও আছে। কিন্তু সেই ছবির ভবিষৎও এখন অনিশ্চিত।