আরবাজ খান ও মালাইকা অরোরার ছেলে আরহান খান। সে ২০২৪ সাল থেকে একটি পডকাস্ট চালু করেছেন। তাঁর করা সাক্ষাৎকারগুলি ইতিমধ্যেই বহু দর্শকের মনজয় করে নিয়েছে। বিশেষ করে তাঁর কাকা সলমন খানকে নিয়ে করা সাক্ষাৎকারের একটি টিজার বর্তমানে চর্চায়। পুরো সাক্ষাৎকারটি প্রকাশ করার আগে আরহান সেই সাক্ষাৎকারের একটি টিজার পোস্ট করেন। ওই টিজারে সলমনকে তাঁর ভাইপোর সঙ্গে নানা মূল্যবান কথা ভাগ ক💝রে নিতে দেখা যায়। সেখানে আরহানকে জীবন নিয়ে পরামর্শও দিয়েছেন ভাইজান।
টিজারের শুরুতেই সলমন খানের পুরানো কিছু সাক্ষাৎকারের ভিডিয়োর অংশ দেখা গিয়েছে। পাশাপাশি অভিনেতার পারিবারের সঙ্গে তা𒅌ঁর সময় কাটানোর বেশ কিছু মুহূর্তও উঠে এসেছে। পুরানো এই সব ভিডিয়োর কিছু কিছু অংশ দিয়ে টিজারটি শুরু হওয়ার পর সলমনকে আরহানের পডকাস্টে কথা বলতে দেখা গিয়েছে। সলমন জানিয়েছেন যে, তিনি নিজের ইমেজ ধরে রেখেছেন তাঁর কাজের জন্য। তা বাদ দিলে তিনিও অন্য সবার মতোই একজন সাধারণ মানুষ।
আরও পড়ুন: বিচ্ছেদের জল্পনা নস্যাৎ, স্ত্রী ঐশ্বর্যর পরামর্শ মেনেই চলেন অভিষেক! 🐷যা বললেন অভিনেতা
ভিডিয়োয় সলমন খান ও তাঁর ভাইপো আরহানকে নানা উপদেশও দিয়েছেন। তিনি বন্ধু এবং পরিবারের পাশে উপস্থিত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছেন। বলেছেন ক্রমাগত প্রচেষ্টা করতে। সম্পর্কের প্রয়োজন🍷ীয়তা তুলে ধরেছেন ভাইজান।
আরও পড়ুন: ‘যখন গল্পটা বললাম, হাউহাউ করে কাঁদল...’, এই রাত তোমার আমার-এর নেপথ্যের কাহিনি জানালেন পর🤡মব্র😼ত
সলমন জানিয়েছেন যে, তিনি নিজের সঙ্গে কঠোরভাবে কথা বলেন। পাশাপাশি তিনি পরামর্শ দেন যে, ওই একই ভাবে তিনি যদ♕ি অন্যদেরকে পরামর্শ দেন, তাহলে তাঁরা তাঁর প্রশংসা নাও করতে পারেন।
আরও পড়ুন: শাহিদ-করিনার 'জব উই মেট'𝓰 দেখলেই কী অভিয⛦োগ করেন স্ত্রী মীরা? মুখ খুললেন নায়ক
সলমন ক্ষমার বিষয়েও কথা ব♔লেছেন। তিনি জানিয়েছেন কাউকে কয়েকবার ক্ষমা করা যায়। কিন্তু সব কিছুরই একটা শেষ থাকে। তাছাড়া তিনি আ𝕴রহান এবং তাঁর বন্ধুদের সঙ্গে ঠাট্টাও করেছেন।
টিজারটি সলমন অনুপ্রেরণামূলক নানা কথাও বলেন। টিজারের শেষ দিকে তাঁকে বলতে শোনা যায়, ‘যখন তোমার শরীর না বলবে, তখন তোমার মনের হ্যাঁ বলা উচওিত। আর যখন উভয়ই না বলবে, তখন তোমার নিজের বলা উচিত হ্যাঁ, শেষ রাউন্ডের জন্য তৈরি।’